বিবাহ বিচ্ছেদের দু’দিনের মধ্যেই বিল গেটসের ২০০ কোটি ডলারের শেয়ার মেলিন্দার সংস্থায়!

১৯৯৪ সালে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসকে (Bill Gates) বিবাহ করেন মেলিন্দা।

বিবাহ বিচ্ছেদের দু'দিনের মধ্যেই বিল গেটসের ২০০ কোটি ডলারের শেয়ার মেলিন্দার সংস্থায়!
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: May 06, 2021 | 6:02 PM

ওয়াশিংটন: ২৭ বছরের দাম্পত্য ভেঙেছে সম্প্রতি। এবার শুরু হল বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি (Bill Gates) ও তাঁর সদ্য প্রাক্তন স্ত্রীর মধ্যে সম্পত্তির বাটোয়ারা। বিল গেটস ও মেলিন্দা গেটসের বিবাহ বিচ্ছেদের পর বিল গেটসের সংস্থা ক্যাসকেড ইনভেসমেন্টের বড় অংশের শেয়ার হস্তান্তরিত করা হল মেলিন্দা ফ্রেঞ্চ গেটসের মেক্সিকোর দুই সংস্থায়।

কোকা-কোলা ফেমসা ও গ্রুপো টেলেভিসার প্রায় ২০০ কোটি ডলারের শেয়ার মেলিন্দার সংস্থায় স্থানান্তর করেছে ক্যাসকেড। ৩ মে, যেদিন সোশ্যাল মিডিয়ায় বিল গেটস তাঁদের বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেন, সে দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে এসেছিল বিল গেটসের বিপুল সম্পত্তির ভাগাভাগির প্রসঙ্গও।

সিয়াটেলের একটি আদালতে কাগজে কলমে বিবাহ ভাঙেন বিল ও মেলিন্দা। আদালতে তাঁরা বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত যে আবেদন ও নথি জমা দেন, সূত্রের খবর, সেখানে অর্ধেক সম্পত্তি মেলিন্দার নামে রাখার বিষয়টিও উঠে আসে। এবার শোনা যাচ্ছে, গেটস তাঁর জীবন থেকে সরে গেলেও বেশ বড় অঙ্কের অর্থই মেলিন্দার হাতে থাকছে।

১৯৯৪ সালে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসকে বিবাহ করেন মেলিন্দা। বিয়ের প্রায় ১৪ বছর আগে মাইক্রোসফটে কাজ করার সূত্রে তাঁর সঙ্গে বিল গেটসের পরিচয়। তাঁদের তিন সন্তানও রয়েছে। সূত্রের খবর, সে দেশের প্রাক বিবাহ চুক্তিপত্র বা প্রিনিউপটিয়ল এগ্রিমেন্টে বিয়ের আগে সই করেননি বিল-মেলিন্দা। ওয়াশিংটনের আইন অনুযায়ী, কেউ যদি এই চুক্তিপত্রে সই না করেন তা হলে বিবাহ ভাঙলে তাঁরা সমান সম্পত্তি বণ্টনের জন্য দাবি তুলতে পারেন।

আরও পড়ুন: ভারতের বিপদে হাত বাড়াল কানাডা, আসছে রেমডেসিভির, অক্সিজেন কনসেনট্রেটর

প্রিনিউপটিয়ল এগ্রিমেন্ট সেই লিখিত চুক্তি, যেখানে দম্পতি বিয়ের আগে সই করেন। সেখানে কোনও একজনের যাবতীয় সম্পত্তির উল্লেখ থাকে। বিয়ের পর সেই সম্পত্তিতে স্বামী-স্ত্রীর কার কতটা অধিকার সে কথাও স্পষ্ট করে লেখা থাকে।