Tracking App: পার্কে বসেই শিক্ষিকার সঙ্গে অবাধ যৌনতা, ‘অ্যাপ-এ ধরে ফেললেন মা
Tracking App: পার্কে গিয়ে ছাত্রের মা দেখেন, কাছেই রয়েছে একটি গাড়ি। তার মধ্যে স্কুলের শিক্ষিকার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় রয়েছে তাঁর ছেলে। ছেলের বয়স ১৮ আর তার শিক্ষিকার বয়স ২৬। এই অবস্থা দেখেই কড়া পদক্ষেপ করেন ছাত্রের মা।

নিউ ইয়র্ক: রাগবি প্র্যাকটিসে যাবে বলে বাড়ি থেকে বেরিয়ে ছিল ছেলে। কিন্তু সেখানে অনুপস্থিত থাকার কথা জানতে পেরে যান তার মা। সন্দেহ বাড়তেই প্রযুক্তির সাহায্য নেন তিনি। ছেলে কোথায় খুঁজে বের করতে সাহায্য নেন একটি বিশেষ অ্যাপের, যা ব্যবহার করে আত্মীয় বা পরিচিতদের অবস্থান জানা সম্ভব সহজেই। Life 360 নামে ওই অ্যাপ অন করে নোটিফিকেশন ধরেই ছেলের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করেন মা। অ্যাপের তথ্য অনুযায়ী একটি পার্কে ছিল তাঁর ছেলে। সেই পার্কে পৌঁছেই কার্যত চমকে গেলেন ওই কিশোরের মা।
আমেরিকার মেকলেনবার্গের ঘটনা। পার্কে গিয়ে ছাত্রের মা দেখেন, কাছেই রয়েছে একটি গাড়ি। তার মধ্যে স্কুলের শিক্ষিকার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় রয়েছে তাঁর ছেলে। ছেলের বয়স ১৮ আর তার শিক্ষিকার বয়স ২৬। সাউথ মেকলেনবার্গ হাই স্কুলে পড়াতেন শিক্ষিকা। এই অবস্থা দেখেই কড়া পদক্ষেপ করেন ছাত্রের মা।
তিনি গাড়ির ছবি নম্বর প্লেটের ছবি তুলে সোজা পৌঁছে যান থানায়। একটি অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। ওই শিক্ষিকাও স্বীকার করেছেন ছাত্রের সঙ্গে সম্পর্কের কথা। বারবার ঘনিষ্ঠ হওয়ার কথাও জানিয়েছেন তিনি। জানা গিয়েছে, বেশ কয়েক মাস ধরেই স্কুলে ওই সম্পর্কের কথা ঘোরাফেরা করছিল। ছাত্রের মা-ও জানতে পেরেছিলেন সে কথা। তাই সবসময় ছেলেকে চোখে চোখে রাখতেন। খেলার প্র্যাকটিসে অনুপস্থিত থাকার কথা জেনে তাই সন্দেহ হয়েছিল তাঁদের।





