AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

New Bangladesh Day: বাংলাদেশের ‘নতুন জন্মদিন’ ঠিক করে দিলেন ইউনূস

Muhammad Yunus: ৮ অগস্টকে বাংলাদেশ দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে। কী হয়েছিল এইদিন? গত বছর ৮ অগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদে শপথ গ্রহণ করেছিলেন মহম্মদ ইউনূস।

New Bangladesh Day: বাংলাদেশের 'নতুন জন্মদিন' ঠিক করে দিলেন ইউনূস
মহম্মদ ইউনূস।Image Credit: Getty Image
| Updated on: Jun 26, 2025 | 12:27 PM
Share

ঢাকা: নতুন বাংলাদেশে নয়া সব নিয়ম। এবার তৈরি করা হল নতুন নতুন দিনও। জুলাই গণঅভ্যুত্থানকে মনে রাখতে এবং শেখ হাসিনার আওয়ামী লিগ সরকার পতনের দিনকে স্মরণীয় করে রাখতে নতুন দুটি দিবসের ঘোষণা করল মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার।

বুধবার ইউনূস সরকারের তরফে জানানো হয়, ছাত্র-জনগণের অভ্যুত্থানের মুখে আওয়ামী লিগ সরকারের পতনের দিন ৫ অগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসাবে পালন করা হবে। নতুন ‘বাংলাদেশ দিবসে’রও ঘোষণা করা হয়েছে।

৮ অগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসাবে ঘোষণা করা হয়েছে। কী হয়েছিল এইদিন? গত বছর ৮ অগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদে শপথ গ্রহণ করেছিলেন মহম্মদ ইউনূস। সেই দিনটিকেই নতুন বাংলাদেশ দিবস হিসাবে ঘোষণা করা হল।

১৬ জুলাই, যেদিন গণ আন্দোলন চলাকালীন রংপুরে পুলিশের গুলিতে আবু সইদ নিহত হয়, সেই দিনটিকে শহীদ আবু সইদ দিবস হিসাবে পালন করার ঘোষণা করা হয়েছে। মন্ত্রিপরিষদের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়। এই তিনটি দিবস যাতে প্রতিবছর যথাযথভাবে পালিত হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে। এর মধ্যে ৫ অগস্টকে সবথেকে গুরুত্বপূর্ণ দিবস হিসাবে চিহ্নিত করা হয়েছে। বাকি দুটি দিবসকে সেই তুলনায় কম গুরুত্বপূর্ণ, খ শ্রেণিভুক্ত করা হয়েছে।

এদিকে, ইউনূস সরকারের এই নতুন নতুন দিবস পালনের নির্দেশে ক্ষুব্ধ অনেকেই। বিশেষ করে অনেকেই আপত্তি তুলেছেন নতুন বাংলাদেশ দিবস নিয়ে। জুলাই গণ অভ্যুত্থান ও আবু সইদকে সম্মান জানিয়ে বিশেষভাবে দিন পালনে রাজি হলেও, ইউনূসের শপথ গ্রহণের দিনকে নতুন বাংলাদেশ দিবস হিসাবে মানতে নারাজ রাজনৈতিক মহলের একাংশ। এই নিয়ে সরকারি অফিসগুলিতেও জোর চর্চা শুরু হয়েছে।