মায়ানমারে সামরিক অভ্যুত্থান, সাতসকালেই আটক আং সু কি, ১ বছরের জরুরি অবস্থা জারি

একবছরের জন্য মায়ানমারে জরুরি অবস্থা জারি করল সেনাবাহিনী।

মায়ানমারে সামরিক অভ্যুত্থান, সাতসকালেই আটক আং সু কি, ১ বছরের জরুরি অবস্থা জারি
সেনাবাহিনীর হাতে আটক এনএলডি প্রধান আং সু কি।
Follow Us:
| Updated on: Feb 01, 2021 | 10:13 AM

ইয়াংগং: সেনাবাহিনীর হাতে আটক আং সু কি, এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করা হল মায়ানমারে। সোমবার সকালে মিলিটারি বাহিনী কাউন্সিলর সু কিকে আটক করে ও একবছরের জন্য জরুরি অবস্থা জারি করে শাসনব্যবস্থা নিজেদের হাতে তুলে নেন।

আজ থেকেই সংসদ অধিবেশন শুরু হওয়ার কথা ছিল। তার আগেই দেশের শীর্ষনেতাদের আটকের ঘটনাকে সামরিক অভ্যুত্থান বলেই মনে করছেন কূটনৈতিকরা।

বিগত এক সপ্তাহ ধরেই দেশের মিলিটারি বাহিনীর সঙ্গে বিরোধ শুরু হয়েছিল। গত নভেম্বরে নির্বাচনে কারচুপির অভিযোগে গত সপ্তাহেই সেনাবাহিনী জানিয়েছিল তাঁরা ক্ষমতা দখল করে নিতে পারে। এরপরই আজ সকালে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রাসি দলের মুখপাত্র মিও নিউন্ট জানান, ভোরবেলায় সু কি ও প্রেসিডেন্ট উইন মিন্টকে আটক করেছে সেনাবাহিনী।

আরও পড়ুন: রুশ গোয়েন্দাদের ৪০ বছর গবেষণার ‘থিসিস পেপার’ প্রেসিডেন্ট ট্রাম্প!

সংবাদসংস্থার কাছে তিনি বলেন, “ওনাদের আটক করা হয়েছে বলে শুনেছি। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে মনে হচ্ছে সেনাবাহিনী দেশের শাসনব্যবস্থা দখল করে নিয়েছে। তবে দেশের মানুষকে বলব উত্তেজনার বশে কিছু করবেন না, আইন ও শান্তি বজায় রেখে চলুন।” এরপরই মিলিটারি বাহিনীর তরফ থেকেও নিজেদের টেলিভিশন চ্যানেলে ঘোষণা করা হয় যে দেশে একবছরের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। দখল করে নেওয়া হয়েছে সিটি হলও।

এদিকে সু কিকে আটক করার ঘটনার পরই অস্ট্রেলিয়া ও আমেরিকার তরফে এই ঘটনার বিরোধিতা করে এনএলডি নেতাদের মুক্তির দাবি তোলা হয়েছে। অস্ট্রেলিয়ার তরফে বলা হয়, “ফের একবার রাষ্ট্রক্ষমতা দখল করে নিয়েছে মিলিটারি”। হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি একটি বিবৃতি জারি করে বলেন, “মায়ানমারের রাষ্ট্রব্যবস্থায় বাধা দেওয়ার প্রচেষ্টার বিরোধিতা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। যদি এই পদক্ষেপ শীঘ্রই প্রত্যাহার না করা হয়, তবে মার্কিন যুক্তরাষ্ট্র অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে”।

বন্ধ যোগাযোগ ব্যবস্থা-

সেনাবাহিনীর হাতে রাষ্ট্রপ্রধানদের আটক হওয়ার ঘটনা সামনে আসার পরই দেশের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। বন্ধ সমস্ত মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট পরিষেবাও সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে বলে জানা গিয়েছে। রাজধানীতে যোগাযোগের জন্য যাবতীয় ফোন নম্বরও “আনরিচেবল” বলা হচ্ছে।

আরও পড়ুন: নারী নয়, পুতুল প্রেমিকাই বেশি আরামপ্রদ! বিয়ে সারলেন যুবক