AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan-Afghanistan Clash: পাকিস্তানকে ফের বিশ্বাস করে সংঘর্ষ বিরতিতে রাজি হল আফগানিস্তান, ঠকবে না তো?

Ceasefire: আফগানিস্তান ও পাকিস্তানের প্রতিনিধিরা দোহায় আলোচনায় বসেন। তাদের এই বৈঠকে মধ্যস্থতাকারী ছিল কাতার ও তুরস্ক। কাতারের বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে যে দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা আলোচনা করেছেন। পাকিস্তান জানিয়েছে সীমান্তে সন্ত্রাসবাদ রুখে, শান্তি ও স্থিতাবস্থা ফেরানোর প্রচেষ্টা করবে।

Pakistan-Afghanistan Clash: পাকিস্তানকে ফের বিশ্বাস করে সংঘর্ষ বিরতিতে রাজি হল আফগানিস্তান, ঠকবে না তো?
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দাঁড়িয়ে ট্রাক।Image Credit: PTI
| Updated on: Oct 19, 2025 | 8:37 AM
Share

কাবুল: রক্তক্ষয়ী সংঘর্ষের পর ফের একবার সংঘর্ষবিরতিতে রাজি হল পাকিস্তান ও আফগানিস্তান। কাতারের বিদেশ মন্ত্রকের তরফে এই ঘোষণা করা হয়েছে। বিগত এক সপ্তাহেরও বেশি সময় ধরে সংঘর্ষ চলছে আফগানিস্তান-পাকিস্তানের। এর আগেও তারা গত শুক্রবার ৪৮ ঘণ্টার সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছিল, কিন্তু পাকিস্তান নিজেই সেই সংঘর্ষ বিরতি ভাঙে।

কমপক্ষে ১৫-২০ জন সাধারণ নাগরিকের মৃত্যু এবং শতাধিক মানুষ আহত হওয়ার পর পাকিস্তান ও আফগানিস্তান দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতাবস্থা আনতে সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে। আগামিদিনে তারা মুখোমুখি আলোচনাতেও বসতে পারে বলেই জানিয়েছে কাতার।

শনিবার আফগানিস্তান ও পাকিস্তানের প্রতিনিধিরা দোহায় আলোচনায় বসেন। তাদের এই বৈঠকে মধ্যস্থতাকারী ছিল কাতার ও তুরস্ক। কাতারের বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে যে দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা আলোচনা করেছেন। পাকিস্তান জানিয়েছে সীমান্তে সন্ত্রাসবাদ রুখে, শান্তি ও স্থিতাবস্থা ফেরানোর প্রচেষ্টা করবে।

জানা গিয়েছে, বৈঠকে দুই দেশই বলেছে যে অপর পক্ষ থেকে আগ্রাসন দেখানো হয়েছে, তারা শুধুমাত্র সেই আগ্রাসনের জবাব দিয়েছে। যে পাকিস্তান নিজেই সন্ত্রাসীদের আশ্রয় দেয়, তারা অভিযোগ করে যে আফগানিস্তান সীমান্তে হামলা চালানো জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। আফগানিস্তান সরাসরি সেই অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে, সৌদি আরব, কাতারের মতো মুসলিম প্রধান দেশগুলি দুই দেশকেই শান্তির পথ বেছে নিতে পরামর্শ দিয়েছে। হিংসা, হামলা চললে আরও অস্থিরতা তৈরি হবে। আইসিস ও আল কায়েদার মতো সন্ত্রাস গোষ্ঠী ফের একবার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। আফগানিস্তান, পাকিস্তানের বিরোধে আখেরে এই গোষ্ঠীগুলিরই লাভ হবে।

প্রসঙ্গত, শনিবার আফগানিস্তানের পাকতিকা প্রদেশে এয়ারস্ট্রাইক চালায় পাকিস্তান।  হামলায়৩ জন ক্রিকেটার সহ কমপক্ষে ৮ জনের মৃত্য়ু হয়। নিহত আফগান ক্রিকেটারদের নাম কবীর, হারুন ও শিবঘাতুল্লা। আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, উরগুন থেকে সারানায় খেলতে গিয়েছিল তারা। এই হামলার প্রতিবাদে পাকিস্তান-শ্রীলঙ্কার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের দল প্রত্যাহার করে নিয়েছে। তারা সাফ জানিয়েছে, তাদের কাছে আগে দেশ।