Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan Army Chief: ‘গদি ছাড়ুন না হলে সেনা নিজের হাতে ক্ষমতা তুলে নেবে’, সেনাপ্রধানকে চিঠি পাঠিয়ে ‘আল্টিমেটাম’ অন্যান্য কর্তাদের

Pakistan Army Chief: তাদের আরও দাবি, জেনারেল মুনিরের আমলে পাকিস্তানে নৈরাজ্য বেড়েছে। যা ঘিরে মানুষের মধ্যে একটা ভয়ঙ্কর জনরোষও তৈরি হয়েছে বলে দাবি করা হয়েছে চিঠিতে।

Pakistan Army Chief: 'গদি ছাড়ুন না হলে সেনা নিজের হাতে ক্ষমতা তুলে নেবে', সেনাপ্রধানকে চিঠি পাঠিয়ে 'আল্টিমেটাম' অন্যান্য কর্তাদের
প্রতীকী ছবিImage Credit source: Getty Image | PTI
Follow Us:
| Updated on: Mar 27, 2025 | 1:36 PM

ইসলামাবাদ: দারিদ্র, সন্ত্রাসের মাঝে নতুন চ্যালেঞ্জের মুখে পাকিস্তান। এবার সেদেশের সেনাপ্রধান অসীম মুনিরের বিরুদ্ধে শুরু হয়ে গিয়েছে বিদ্রোহ। কারা করছে? বিদ্রোহ ডেকেছেন খোদ সেনারই অন্যান্য উর্ধ্বতন কর্তৃপক্ষরা। ইতিমধ্যে তাঁকে ইস্তফা দেওয়ার দাবি জানিয়ে চিঠি পাঠিয়েছে তারা।

কোন সূত্র ধরে পাকিস্তানের সেনার অন্দরে তৈরি হল বাকবিতণ্ডা? জানা গিয়েছে, সেনাপ্রধানের ভূমিকায় অসন্তুষ্ট সেনার জওয়ান থেকে অন্যান্য কর্তারা। তাই তাঁকে পদত্যাগ করার জন্য একটি ‘আল্টিমেটাম’ চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে তারা। সেই চিঠিতে দাবি করা হয়েছে, সেনাপ্রধান পদত্যাগ না করলে, নিজেদের হাতে ক্ষমতা তুলে নিতে বাধ্য হবে সেনা।

আর কী রয়েছে সেই চিঠিতে?

সেদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, চিঠিতে সেনার অন্যান্য কর্তাদের দাবি, জেনারেল মুনিরের কর্মকালে পাকিস্তানে ১৯৭১ সালের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। বিরোধী মুখ বন্ধ করা হয়েছে। দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়া হয়েছে।

গত এক বছর ধরে নতুন করে নানা আন্দোলনের মুখে পড়েছে পাকিস্তান। মূলত, বালোচিস্তানের ‘স্বাধীনতার’ জন্য আসরে নেমেছে বালোচ লিবারেশন আর্মি। সম্প্রতি, তারা পেশোয়ারগামী একটি ট্রেন অপহরণ করে। সেই ঘটনায় মৃত্যু হয় শতাধিক, দাবি লিবারেশন আর্মির। শুধুই ট্রেন অপহরণই নয়। সেই ঘটনার রেশ কাটার আগেই পাকিস্তানের একটি সেনা কনভয়েও বোমা মেরে উড়িয়ে দেয় তারা। আর তাতেই এবার ‘ভয় পাচ্ছে’ পাকিস্তান সেনা।

সূত্রের খবর, বাংলাদেশের মতো পাকিস্তান থেকে ভেঙে গিয়ে আবার একটা নতুন রাষ্ট্র তৈরি হতে পারে বলে শঙ্কা সেনাবাহিনীর। সেই কারণেই সেনাপ্রধানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগের দাবিতে পাঠানো হল এই চিঠি।

সেই চিঠিতেই আবার প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার ফেলে দেওয়া থেকে শুরু করে ২০২৪ সালে নির্বাচনে কারচুপির মতো একাধিক অভিযোগ তোলা হয়েছে সেনাপ্রধানের বিরুদ্ধে। তাদের আরও দাবি, জেনারেল মুনিরের আমলে পাকিস্তানে নৈরাজ্য বেড়েছে। যা ঘিরে মানুষের মধ্যে একটা ভয়ঙ্কর জনরোষও তৈরি হয়েছে বলে দাবি করা হয়েছে চিঠিতে।