আপনি নিশ্চয়ই হয়তো খেয়াল করেছে যে পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াতের সময় বাস, ট্যাক্সি ইত্যাদির চালকরা গাড়ি থামিয়ে নিজেদের জন্য কিছু জিনিসপত্র কিনে নেন, কিন্তু ট্রেন থামিয়ে যদি ট্রেনের চালক এই কাজটি শুরু করেন তাহলে কী হবে? কী ভাবছেন, এটা সম্ভব নয়? এই অসম্ভবকে সম্ভব করে দেখালেন পাকিস্তানের এক ট্রেন চালক।
ধরুন বাড়িতে বলেছে, দই না কিনে নিয়ে গেলে ঢুকতে দেওয়া হবে না। এমন পরিস্থিতিতে আপনি যেন-তেন প্রকারে দই নিয়েই বাড়ি ঢুকবেন। কিন্তু তা বলে যাত্রী ভর্তি একটি ট্রেন থামিয়ে দেবেন কি? পাকিস্তানের ওই ট্রেনের চালক এমনই কান্ড করে দেখালো। আর এমন ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবে না তা কখনও হয়?
কী ঘটেছিল আদতে? দ্রুত গতিতে ট্রেন নিয়ে যাওয়া চালকের হঠাৎ দই খাওয়ার তাগিদ পড়ে। একটি শহরে দেখলে দইয়ের দোকান। ব্যাস মাঝপথে ট্রেন থামিয়ে সহকর্মীকে পাঠালেন দই কিনতে। ওই ট্রেনের চালকের দই কেনার ভঙ্গি দেখে বেশ আশ্চর্যই হয়েছেন অনেকেই।
দেখুন সেই ভাইরাল ভিডিয়ো,
Inter-city train driver in Lahore gets suspended after making unscheduled stop to pick up some yoghurt.#pakistan #Railway #ViralVideo pic.twitter.com/n6csvNXksQ
— Naila Tanveer? (@nailatanveer) December 8, 2021
এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানে। এই ঘটনাটি পাকিস্তানে রেলওয়ের নিরাপত্তা ও নিয়ন্ত্রণের ওপর প্রশ্ন তুলেছে। যেখানে ব্যবস্থাপনা এবং অবহেলার কারণে দুর্ঘটনা ঘটে, সেখানে এমন কান্ড কখনওই গ্রহণযোগ্য নয়। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো ভাইরাল হওয়ার পর পাকিস্তানি রেলওয়ের মজাও উড়েছে সোশ্যাল মিডিয়ায়।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা গেছে এই ঘটনাটি লাহোরের, যেখানে কানহাওয়ে স্টেশন হয়ে ট্রেনটি পাস হয়। সেখানেই যাত্রী ভর্তি ট্রেন থামিয়ে দই কিনতে নেমেছিল ওই ট্রেনের চালক। এমন ঘটনা সাধারণত চোখে পড়ে না। তাই ক্যামেরা বন্দি করেছিলেন ওখানের স্থানীয় এক ব্যক্তি। তারপর… হইচই পড়ে যায় নেটপাড়ায়।
এই ভিডিয়ো টনক নড়িয়েছে পাকিস্তানের রেল কর্তৃপক্ষের। পাকিস্তান রেলওয়ে লাহোর প্রশাসনের ড্রাইভার রানা মোহাম্মদ শাহজাদকে নির্দেশ দেওয়া হয়েছে এই বিরুদ্ধে তদন্ত করার। কারণ এতে প্রশ্ন ওঠে নিরাপত্তার। এই ধরনের ঘটনা কখনই গ্রহণযোগ্য নয়।
আরও পড়ুন: Viral Video: মালিকের আনন্দে আত্মহারা! কীভাবে সেই আনন্দ দেখালো পোষ্য, দেখুন ভাইরাল ভিডিয়োয়