Pakistan: আবার মুখ পুড়ল পাকিস্তানের! নিজেদের ‘আকাশের বেতাজ বাদশা…’ বলে ‘ধরা খেলেন’ বিদেশমন্ত্রী
India Pakistan Tensions: সম্প্রতি সংঘর্ষ বিরতির পর নিজেদের সংসদে বুক ঠুকে পাকিস্তান বায়ুসেনার প্রশংসা করছিলেন পড়শি দেশের বিদেশমন্ত্রী ইশক দার। তাঁর দিকে যাতে কেউ না আঙুল তোলে, সেই জন্য একটি আন্তর্জাতিক সংবাদপত্রের প্রথম পাতার ছবিও তথ্য প্রমাণ হিসাবে নিয়ে যান তিনি।

ইসলামাবাদ: পাক বিদেশমন্ত্রী মিথ্যার মায়াজাল ছিঁড়ে দিল তাদের দেশেরই সংবাদমাধ্যম। ভারত-পাক সংর্ঘষ পর্বে পড়শি দেশের সরকার যে মিথ্যাচারের সব রেকর্ড ভাঙছে সেই অভিযোগ তুলেছিল নয়াদিল্লিও। এবার হাতেনাতে পাকড়াও পাকিস্তান।
সম্প্রতি সংঘর্ষ বিরতির পর নিজেদের সংসদে বুক ঠুকে পাকিস্তান বায়ুসেনার প্রশংসা করছিলেন পড়শি দেশের বিদেশমন্ত্রী ইশক দার। তাঁর দিকে যাতে কেউ না আঙুল তোলে, সেই জন্য একটি আন্তর্জাতিক সংবাদপত্রের প্রথম পাতার ছবিও তথ্য প্রমাণ হিসাবে নিয়ে যান তিনি। সেই ছবিটিতে দেখা যায়, ব্রিটিশ সংবাদপত্র টেলিগ্রাফ তাদের প্রথম পাতায় লিখেছে, আকাশের বেতাজ বাদশা পাকিস্তানি বায়ুসেনা।
ইতিমধ্যে নেটমাধ্যমেও ভাইরাল হয়েছে ইশক দারের সেই বড় বড় দাবির ভাষণ। কিন্তু সত্যিই কি আকাশের ‘বেতাজ বাদশা’ পাকিস্তানি বায়ুসেনা? অন্তত অপারেশন সিঁদুরের পর এই দাবি করাও অনেক কঠিন। কারণ, ভারত প্রত্যাঘাতের মাধ্য়মে তাদের জঙ্গি ঘাঁটি ওড়াতেই পরদিন দেশের সীমান্ত এলাকাগুলিতে আকাশপথে হামলা চালিয়েছিল পাকিস্তান। কিন্তু ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে টিকতে পারেনি তারা। খসে খসে পড়ে গিয়েছিল পাক মিসাইল ও ড্রোন।
পাকিস্তান সরকারের এই মিথ্য়াচার নিয়ে কিন্তু সরব হয়েছে তাদের দেশের দশক পুরনো সংবাদমাধ্যম Dawn। তাদের একটি প্রতিবেদন অনুযায়ী, সংসদে দাঁড়িয়ে ইশক দার যে ছবি হাতে বড় বড় ভাষণ দিচ্ছিলেন, তা আসলে বিরাট বড় মিথ্যা। কারণ, ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ তেমন কোনও খবরই করেনি। মন্ত্রীর হাতে থাকা ছবি সম্পূর্ণ ভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি।





