Pakistan Train Hijack Update: ২১৪ পণবন্দিকে হত্যার দাবি জঙ্গিদের, ৩০ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানের ‘মিথ্যা গল্প’ শোনাচ্ছে পাকিস্তান?
Hostages: গত ১১ মার্চ, মঙ্গলবার কোয়েট্টা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস হাইজ্যাক করে নেয় বালোচিস্তান লিবারেশন আর্মি। তারা ৪৮ ঘণ্টা ডেডলাইন দিয়েছিল।

ইসলামাবাদ: মিথ্যা কথা বলছে পাকিস্তান? তাদের দাবি, হাইজ্যাক হওয়া ট্রেন থেকে সকল বন্দি যাত্রীদের উদ্ধার করা হয়েছে। কিন্তু বালোচিস্তান লিবারেশন আর্মি, যারা ট্রেন হাইজ্যাক করেছিল, তাদের দাবি, ২১৪ জনকে হত্যা করা হয়েছে। তাহলে সত্যি কথাটা বলছে কে?
গত ১১ মার্চ, মঙ্গলবার কোয়েট্টা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস হাইজ্যাক করে নেয় বালোচিস্তান লিবারেশন আর্মি। তারা ৪৮ ঘণ্টা ডেডলাইন দিয়েছিল। বালোচ জঙ্গিদের দাবি ছিল, ট্রেনের বন্দিদের মুক্তি দেওয়া হবে, বিনিময়ে পাকিস্তান সরকারকে মুক্তি দিতে হবে বালোচ রাজনৈতিক বন্দিদের। শুক্রবার সেই মেয়াদ শেষ হয়। তারপরই বালোচ লিবারেশন আর্মির বিস্ফোরক দাবি। তাদের দাবি, ২১৪ জন পণবন্দিকেই মেরে ফেলা হয়েছে। সরকারের জেদের কারণেই তারা এই কাজ করতে বাধ্য হয়েছে।
বিএলএ বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তান জেদ ও ঔদ্ধত্য দেখাচ্ছে। শুধু তারা আলোচনাই এড়াচ্ছে, তা নয়, বরং বাস্তবতা দেখেও চোখ বুজে রয়েছে। তাদের এই জেদের কারণেই ২১৪ জন বন্দিকে নিকেশ করা হয়েছে।
এদিকে, পাকিস্তান সেনা বালোচ লিবারেশন আর্মির দাবি মানতে নারাজ। তারা দাবি করেছে, ৩০ ঘণ্টার অভিযানে ৩৩ জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। সেনাবাহিনীর ২৩ জনের মৃত্যু হয়েছে। ৩ জন রেলকর্মী ও ৫ জন যাত্রীর মৃত্যু হয়েছে গুলির সংঘর্ষে। বাকি ৩৪০ জন বন্দিকে নিরাপদভাবেই উদ্ধার করা হয়েছে। সেই সময়ই বিএলএ জানিয়েছিল, পাকিস্তান সেনা মিথ্যা বলছে। এখনও গুলির লড়াই চলছে। এবার কে সত্যি বলছে, কে মিথ্যা- তা প্রমাণ পেলেই বোঝা যাবে।





