হেলায় হারিয়েই ফেলেছিলেন, সেই এক টুকরো কাগজ যেন ‘আশ্চর্য প্রদীপ’! স্ক্যান করতেই কপাল খুলে গেল ইঞ্জিনিয়ারের
Bizarre: ফিলাডেলফিয়া নিবাসী ইঞ্জিনিয়ার ফিলি জন। কাজের সূত্রে ঘন ঘন এখান সেখান ট্রাভেল করতে হয় তাঁকে। ঘটনাচক্রে তিনি আবার নিয়মিত মেরিল্যান্ড লটারি প্লেয়ারও বটে।

কথায় বলে ভাগ্য সহায় থাকলে সব হবে। আপনার পাওয়ার তা কখনও কেউ কেড়ে নিতে পারবে না। এই গল্পটাও যেন অনেকটা সেই রকমই। লটারি জিতে যাওয়ার গল্প তো শুনেছেন অনেক। কিন্তু লটারি জিতে তা হারিয়ে ফের ফিরে পাওয়ার এই গল্প কেবল বলিউড সিনেমা ছাড়া আর কোথাও কেউ শুনেছেন বলে মনে হয় না। মানে ৫০,০০০ ডলারের লটারির টিকিত হারিয়ে আবার ফিরে পেয়েছেন শুনলে একটু অবাক তো লাগবেই! তাও তা যদি ফিরে পান ধুলো পরিষ্কার করতে গিয়ে।
ফিলাডেলফিয়া নিবাসী ইঞ্জিনিয়ার ফিলি জন। কাজের সূত্রে ঘন ঘন এখান সেখান ট্রাভেল করতে হয় তাঁকে। ঘটনাচক্রে তিনি আবার নিয়মিত মেরিল্যান্ড লটারি প্লেয়ারও বটে। ফিলি জন জুন মাসের ৪ তারিখে একটি পাওয়ার বল টিকিট কাটেন। উডল্যান্ড মার্টের বালতিমোর কাউন্টি থেকে।
এই ঘটনার পর কেটে গিয়েছে এক সপ্তাহ। নিজের গাড়ি পরিষ্কার করছিলেন সেই ব্যক্তি। সেই সময় খুঁজে পান একটি টিকিট। কৌতুহল বশত স্ক্যান করেন ওই টিকিটটিকে। তাতেই ঘুরে যায় ভাগ্য। দেখেন পাওয়ার বলের বিজয়ী নম্বর এবং তাঁর টিকিট নম্বর একই। তিনি ৫০,০০০ ডলার জিতেছেন। ভারতীয় মুদ্রায় সেই অঙ্কটা হল ৪৩ লক্ষ ৩৭ হাজার ৭২৮ টাকা ৬১ পয়সা। গাড়ি বা বাড়ি পরিষ্কার করতে গিয়ে খুচরো পয়সা কুড়িয়ে পেয়েছে অনেকেই। তাই বলে একদম ৫০ হাজার ডলার! মেরিল্যান্ড লটারি অফিশিয়ালকে দেওয়া একটি সাক্ষাৎকারে ওই ব্যক্তি জানান, “আমি আজ পর্যন্ত যা জিতেছি, এটি তার মধ্যে একদম প্রথম সারিতে।” নিজের কাজের সূত্রে বাইরে গিয়ে এই টিকিট কেটেছিলেন তিনি বলেও জানান।
নর্থ আমেরিকান অ্যাসোসিয়েশন অব স্টেট অ্যান্ড প্রভিন্সিয়াল লটারিজ জানায়, এই রকম শয়ে শয়ে, লক্ষ লক্ষ টাকার লটারি প্রতি বছর দাবিহীন রয়ে যায়।
