AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi in Ghana: ‘সিস্টেম নয়, সংস্কার!’, ঘানার সংসদে মোদী বোঝালেন ভারতের নীতি

PM Modi in Ghana: উল্লেখ্য, পঞ্চদেশীয় সফরে বেরিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার দিল্লি থেকে সরাসরি ঘানায় পৌঁছে যান তিনি। তারপর বৃহস্পতিবার সেখান থেকে আবার রওনা দিয়েছেন ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে।

PM Modi in Ghana: 'সিস্টেম নয়, সংস্কার!', ঘানার সংসদে মোদী বোঝালেন ভারতের নীতি
প্রধানমন্ত্রী মোদীImage Credit: PTI
| Updated on: Jul 03, 2025 | 7:48 PM
Share

নয়াদিল্লি: বৃহস্পতিবার ঘানার সংসদে দাঁড়িয়ে ভাষণ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরে্ন্দ্র মোদী। আর সেখানে তাঁর বক্তৃতা পর্বে উঠে এল ভারতের রাজনৈতিক মানচিত্রের কথা।

এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতের গণতন্ত্রের জন্মদাতা। আমাদের জন্য এটা কোনও সিস্টেম নয়। সংস্কার। ভারতে আড়াই হাজারেরও বেশি রাজনৈতিক দল রয়েছে। যার মধ্যে ২০ রাজনৈতিক দল, ২০টি ভিন্ন রাজ্যের প্রশাসনিক দায়িত্বে রয়েছে। এছাড়াও ২২টি সরকার অনুমোদিত ভাষা রয়েছে, যাদের আবার হাজারের বেশি বাচনভঙ্গি।’ এছাড়াও, এই ভাষণ পর্ব থেকে ঘানার সাংসদ-মন্ত্রীদের ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, পঞ্চদেশীয় সফরে বেরিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার দিল্লি থেকে সরাসরি ঘানায় পৌঁছে যান তিনি। তারপর বৃহস্পতিবার সেখান থেকে আবার রওনা দিয়েছেন ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে। এরপর যাবেন আর্জেন্টিনা, ব্রাজিল এবং সব শেষে নামিবিয়া হয়ে আবার দেশে ফিরবেন তিনি। নয়াদিল্লি বলছে, এ যাবৎকালে এটি প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় বিদেশ সফরসূচি। যার সূচনা হল ঘানা দিয়ে।

কিন্তু হঠাৎ এত দেশে যাওয়ার কারণ কী? সাউথ ব্লক সূত্রে জানা গিয়েছে, পহেলগাঁও পরবর্তী সময়ে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, বিশ্বের একাধিক দেশকে সন্ত্রাসের বিরুদ্ধে এক কাট্টা করতে এই সফর গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, খনিজে পূর্ণ আর্জেটিনা, ব্রাজিল কিংবা নামিবিয়ার মতো দেশগুলি থেকে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ জোগান দিতে এই সফরেই প্রশাসনিক স্তরে আলোচনা হতে পারে।