Modi Phone Call to Trump: এক ফোনে হোয়াইট হাউস! পুরনো বন্ধু ট্রাম্পের সঙ্গে কী কথা সেরে নিলেন মোদী?

Avra Chattopadhyay |

Jan 27, 2025 | 9:54 PM

Modi Phone Call to Trump: উল্লেখ্য, গত ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বার শপথ নিয়েছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। আর মার্কিন মসনদে তাঁর দ্বিতীয় অধ্যায় শুরু হওয়ার সঙ্গেই ট্রাম্পকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন বহু বিশ্বনেতাই।

Modi Phone Call to Trump: এক ফোনে হোয়াইট হাউস! পুরনো বন্ধু ট্রাম্পের সঙ্গে কী কথা সেরে নিলেন মোদী?
Image Credit source: PTI

Follow Us

নয়াদিল্লি: মার্কিন মসনদে ফিরেছে পুরনো বন্ধু। তাই ফোন করে একটা শুভেচ্ছাবার্তা কি দেওয়া চলে না? আলবাত চলে। আমেরিকার প্রেসিডেন্ট পদে রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণের পর ঠিক সাতদিনের মাথায় তাঁকে ফোন করে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কী বললেন তিনি?

এদিন ট্রাম্পের সঙ্গে ফোনে কথোপকথনের পর নিজের এক্স হ্যান্ডেল সাবেক টুইটারে একটি পোস্ট করেন মোদী। তিনি লেখেন, ‘মার্কিন মসনদে দ্বিতীয় অধ্যায়ের জন্য ট্রাম্পকে অনেক শুভেচ্ছা জানাই। আমার প্রিয় বন্ধুর সঙ্গে কথা বলে খুব আনন্দিত হলাম। দুই দেশ ও বিশ্বজুড়ে মানুষের উন্নয়ন ও শান্তি বজায় রাখতে আমরা হাতে হাত মিলিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বার শপথ নিয়েছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। আর মার্কিন মসনদে তাঁর দ্বিতীয় অধ্যায় শুরু হওয়ার সঙ্গেই ট্রাম্পকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন বহু বিশ্বনেতাই। শপথগ্রহণের পর নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছিলেন মোদীও। তারপর সাতদিন পেরতে না পেরতেই পুরনো বন্ধুকে ফোন করে নিলেন তিনি।

প্রসঙ্গত, মোদীর সঙ্গে বরাবরই বেশ ভাল সম্পর্ক ট্রাম্পের। ২০২০ সালে প্রেসিডেন্ট থাকাকালীন দু’দিনের সফরে ভারতে এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। গুজরাতের মোতেরায় মোদীর নামাঙ্কিত পুনর্নির্মিত ক্রিকেট স্টেডিয়ামও উদ্বোধন করেছিলেন তিনি। সে বছর মার্কিন প্রেসিডেন্টকে সচক্ষে দেখতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ।

এবার দ্বিতীয় অধ্যায় শুরুর হাত ধরেই হয়তো পুনরায় ভারতে আসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট। যদি চতুর্থ কোয়াড সামিট ভারতেই আয়োজন করা হয়, তবে চলতি বছরেই হয়তো এদেশে আসবেন সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।