AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Donald Trump on Iran-Israel conflict: যুদ্ধের হুঁশিয়ারি আমেরিকার? ‘আমরা জানি সুপ্রিম লিডার কোথায় লুকিয়ে’, লিখলেন ট্রাম্প

Donald Trump on Iran-Israel conflict: এরপর আর একটি পোস্ট করেছেন ট্রাম্প। যেখানে বড়বড় করে লেখা 'UNCONDITIONAL SURRENDER!' তবে কাকে তিনি আত্মসমর্পণের কথা বলছে তা পরিষ্কার না করলেও, নিশানা যে আয়াতুল্লা আলি খামেনেইয়েরই দিকে সে কথা বলার অপেক্ষা রাখে না।

Donald Trump on Iran-Israel conflict: যুদ্ধের হুঁশিয়ারি আমেরিকার? 'আমরা জানি সুপ্রিম লিডার কোথায় লুকিয়ে', লিখলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Jun 17, 2025 | 11:40 PM

আর কোনও রাখঢাক নয়, এবার সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্পের। ইরানের আকাশ আমেরিকার নিয়ন্ত্রণে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট।

এর আগে ইজরায়েল বলেছিল ইরানের আকাশ তাদের দখলে। এবার সেই একই দাবি করল আমেরিকা। মঙ্গলবার পরপর তিনটি পোস্ট করেছেন ট্রাম্প। ইতিমধ্যেই জি-সেভেন বৈঠক থেকে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট। নিজের ওয়ার রুমে বসে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, ইরানের কাছে অ্যান্টি ট্র্যাকিং ডিভাইস রয়েছে। কিছু ভাল জিনিস আছে। কিন্তু আমেরিকার কাছে যে যুদ্ধাস্ত্র আছে, তার কাছে ইরানের রক্ষাকবচ কিছুই নয়।

এরপর আর একটি পোস্ট করেছেন ট্রাম্প। যেখানে বড়বড় করে লেখা ‘UNCONDITIONAL SURRENDER!’ তবে কাকে তিনি আত্মসমর্পণের কথা বলছে তা পরিষ্কার না করলেও, নিশানা যে আয়াতুল্লা আলি খামেনেইয়েরই দিকে সে কথা বলার অপেক্ষা রাখে না।

এরপর তৃতীয় পোস্টে ট্রাম্প লিখছেন, ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লা আলি খামেনেই কোথায় লুকিয়ে রয়েছেন সেটা তাঁরা জানেন। তাঁরা ইচ্ছা করলেই হত্যা করতে পারেন। কিন্তু এখনই তা নয়। অর্থাৎ চরম বার্তা দেওয়া হয়েছে।

বস্তুত, এই খামেনেই ইরানের রাজনীতি এবং সেনাবাহিনীর সর্বোচ্চ নেতা। তাঁর উপর আক্রমণ হলে পুরো ইরানের শাসনব্যবস্থার উপর সরাসরি আক্রমণ হিসেবে গণ্য হবে। এবার তাঁকেই হত্যার হুঁশিয়ারি দিল আমেরিকা। তাহলে কি সরাসরি এই যুদ্ধে জড়াতে চলেছে আমেরিকা? প্রশ্ন উঠছে একাধিক মহলে।