AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Taliban:হিজাব না পরায় আউটডোর রেস্তোরাঁ থেকে নিষিদ্ধ মহিলারা, নয়া তালিবানি ফরমান আফগানিস্তানে

Taliban: পার্ক বা আউটডোর সিটিং সহ রেস্তোরাঁয় নিষিদ্ধ করা হল মহিলাদের। আফগানিস্তানের হেরাত প্রদেশে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

Taliban:হিজাব না পরায় আউটডোর রেস্তোরাঁ থেকে নিষিদ্ধ মহিলারা, নয়া তালিবানি ফরমান আফগানিস্তানে
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Apr 11, 2023 | 9:03 AM
Share

কাবুল: ক্ষমতা কায়েম করার পর থেকেই আফগানিস্তানে একের পর এক ফরমান জারি করে চলেছে তালিবান প্রশাসন। কখনও মেয়েদের স্কুলে যাওয়া নিষিদ্ধ করা। তো আবার কখনও কর্মক্ষেত্র থেকে মহিলাদের দূরে রাখার ফরমান। বা রাস্তায় বের হতে গেলে মহিলাদের সঙ্গে পুরুষ নিয়ে বের হওয়ার নির্দেশ। এইসব ফরমান মেনে চলতে এমনিতেই নাজেহাল অবস্থা আফগানিস্তানের নাগরিকদের। এর মধ্যেই আবার নয়া নির্দেশ তালিব প্রশাসনের। আফগানিস্তানের ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, সোমবার হেরাত প্রদেশে সবুজ জায়গা বা বাগান সমেত রেস্তোরাঁয় পরিবার ও মহিলাদের প্রবেশ নিষিদ্ধ করল তালিবান।

সম্প্রতি ধর্ম প্রচারকরা বাগানের মতো সবুজ খোলামেলা জায়গায় নারী-পুরুষের মেলমেশার অভিযোগ তুলেছিলেন। এর পরই এসব জায়গায় মহিলা ও কোনও পরিবারের আগমন নিষিদ্ধ করল তালিব প্রশাসন। আফগান আধিকারিকরা জানিয়েছেন, নারীরা হিজাব না পরার কারণে এবং খোলামেলা জায়গায় নারী-পুরুষের মেলামেশার কারণেই এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তাই যেসব রেস্তোরাঁয় আউটসাইড ডাইনিংয়ের সুবিধা বা খোলামেলা জায়গাযুক্ত রেস্তোরাঁয় নারী ও কোনও পরিবারের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তবে পুরুষদের জন্য অবাধ প্রবেশের অনুমতি রয়েছে। এখনও পর্যন্ত হেরাত প্রদেশেই এই নিষেধাজ্ঞা প্রযোজ্য করা হয়েছে।

এদিকে ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, হেরাত প্রশাসনের ডেপুটি আধিকারিক বাজ মোহাম্মদ নাজির গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন খারিজ করে জানিয়েছেন সব রেস্তোরাঁয় পরিবার ও নারীদের প্রবেশ নিষিদ্ধ নয়। তিনি ব্য়াখ্যা করেছেন, কেবলমাত্র যেসব রেস্তোরাঁয় সবুজ এলাকা রয়েছে যেমন পার্ক, সেখানেই মহিলা ও পরিবারের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। কারণ সেসব জায়গায় পুরুষ ও মহিলারা খোলাখুলি মেলামেশা করতে পারেন। তিনি বলেছেন, “স্কলার ও সাধারণ মানুষের থেকে একের পর এক অভিযোগ পাওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” এদিকে হেরাতের ভাইস অ্য়ান্ড ভার্চু ডিরেক্টরেটের প্রধান আজ়িজ়ুররহমান আল মুহাজির বলেছেন, “এটি আসলে একটি পার্কের মতো। তবে এর নাম দেওয়া হয়েছে রেস্তোঁরা। এখানে পুরুষ ও মহিলারা একসঙ্গে মেলামেশা করতে পারেন। ঈশ্বরকে অনেক ধন্যবাদ যে এই বিষয়টি এখন সংশোধন করা হয়েছে। এছাড়াও, আমাদের অডিটররা সমস্ত পার্ক পর্যবেক্ষণ করছেন যেখানে পুরুষ এবং মহিলারা যান।” প্রসঙ্গত, ২০২১ সালের অগস্টে আফগানিস্তানে তালিবান শাসন শুরু হওয়ার পর থেকে সেদেশের মহিলাদের অবস্থা আরও বিপন্ন হয়েছে। মেয়েদের জন্য সেকেন্ডারি ইনস্টিটিউশন বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে। এছাড়াও আরও অনেক বিধিনিষেধ রয়েছে মহিলাদের উপর। এবার তাঁদের স্বাধীনভাবে রেস্তোরাঁয় বিচরণও বেঁধে দিল তালিব প্রশাসন।