Rupert Murdoch: সাত দশক পর ‘ফক্স’-এর চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালেন রুপার্ট মারডক
Rupert Murdoch steps down: বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর),ফক্স কর্পোরেশন এবং ফক্স নিউজের চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন মিডিয়া ব্যারন রুপার্ট মারডক। তাঁর জায়গায় উভয় সংস্থার একমাত্র চেয়ারম্যান হবেন তাঁর বড় ছেলে লাচলান। বর্তমানে তিনি ফক্স কর্পোরেশনের প্রধান কার্যনির্বাহী আধিকারিক পদে আছেন।

ওয়াশিংটন: থেমে গেল সাত দশকের পথ চলা। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর),ফক্স কর্পোরেশন এবং ফক্স নিউজের চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন মিডিয়া ব্যারন রুপার্ট মারডক। কর্মচারীদের উদ্দেশ্যে তিনি এদিন লিখেছেন, “আমার পুরো পেশাগত জীবনের প্রতিটি দিনই আমি সংবাদের সঙ্গে জড়িত ছিলাম। বাকি জীবনে এর পরিবর্তন হবে না। তবে, আমাদের কাছে সত্যিই একটি প্রতিভাবান দল এবং লাচলানের মতো একজন উত্সাহী, নীতিনির্ধারক নেতা রয়েছে। তাই, এটাই আমার জন্য ভিন্ন ভূমিকা গ্রহণ করার সঠিক সময়।” জানা গিয়েছে ৯২ বছর বয়সী মারডক, এখন দুই সংস্থাতেই ‘চেয়ারম্যান এমেরিটাস’ পদে আসীন হবেন।
রুপার্ট মারডক আরও জানিয়েছেন, তাঁর জায়গায় উভয় সংস্থার একমাত্র চেয়ারম্যান হবেন তাঁর বড় ছেলে লাচলান। বর্তমানে তিনি ফক্স কর্পোরেশনের প্রধান কার্যনির্বাহী আধিকারিক পদে আছেন। তিনি বলেছেন, “আমার বাবা দৃঢ়ভাবে স্বাধীনতায় বিশ্বাস করতেন। লাচলানও এই বিষয়ে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। যারা স্ব-সেবাকারী আমলাতন্ত্রের উত্স এবং উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করার সাহস রাখে, তাদের শ্বাসরোধ করাটাই আমলাতন্ত্রের লক্ষ্য। অভিজাত সমাজ, প্রকাশ্যে তাদের সমাজের তাদের বাইরের মানুষদের ঘৃণা করে। বেশিরভাগ মিডিয়া এই অভিজাতদের সহযোগী। সত্যকে অনুসরণ করার পরিবর্তে তারা রাজনৈতিক আখ্যান প্রচার করে।”
তবে, রাজনৈতিক আখ্যানেরল প্রচার যে মারডকের আওতাধীন সংবাদ প্রকাশাগুলি করে না, তা নয়। বস্তুত, গত কয়েক দশকে ফক্স অ্যান্ড নিউজ কর্পোরেশনের নেতা হিসেবে, আমেরিকার রিপাবলিকান পার্টিতে (ট্রা্ম্প যে দলের সদস্য) তিনি যথেষ্ট প্রভাব বিস্তার করেছেন। তাঁর আওতায় থাকা ওয়াল স্ট্রিট জার্নাল, নিউ ইয়র্ক পোস্ট, ফক্স নিউজ চ্যানেলের মতো সংবাদমাধ্যমগুলির সম্পাদকীয় অবস্থান, ডানপন্থী বলেই পরিচিত। তবে, মিডিয়া ব্যবসায় তাঁর জুড়ি মেলা ভার। ১৯৯৬-এ সিএনএন-এর প্রতিযোগী হিসেবেই তিনি ফক্স নিউজ চালু করেছিলেন। বর্তমানে এই চ্যানেল, মার্কিন যুক্তরাষ্ট্রের এক নম্বর কেবল নিউজ চ্যানেলে পরিণত হয়েছে। সামনেই ২০২৪ সালের মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন। তার আগে ফক্স কর্পোরেশন এবং ফক্স নিউজের মাথার উপর থেকে রুপার্ট মারডকের সরে যাওয়াটা মার্কিন রাজনৈতিক মহলে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।
ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুসারে, রুপার্ট মারডকের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১৭০০ কোটি মার্কিন ডলার। তাঁর ব্যক্তিগত জীবনও অত্যন্ত রঙিন। ১৯৫৬ সালে তিনি প্রথম বিয়ে করেছিলেন প্যাট্রিসিয়া বুকারকে। ১৯৬৭ সাল পর্যন্ত সেই বিয়ে টিকেছিল। এরপর ১৯৬৭ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত তিনি আনা মারিয়া টরভের সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছিলেন। তারপর, ১৯৯৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত তাঁর সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছিল ওয়েন্ডি ডেং-এর। এই তিন বিয়ে থেকে রুপার্ট মারডকের ছয় সন্তান রয়েছে। ছয় বছর আগে তিনি ফের বিয়ে করেন। জেরি হলের সঙ্গে এই বিয়ে এখনও টিকে রয়েছে।