Russia-Ukraine Conflict Video Live: চারিদিকে শুধুই কালো ধোঁয়া, আগুন জ্বলছে খেরসনের বাড়িগুলিতে, দেখুন ভিডিয়ো

| Edited By: | Updated on: Mar 02, 2022 | 4:48 PM

Russia-Ukraine Conflict Video Live: এদিন সকালেই ইউক্রেনের দক্ষিণে খেরসন শহর দখল করে নিয়েছে বলে জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়া জুড়ে একাধিক ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে রুশ সেনাকে হামলা চালাতে দেখা গিয়েছে।

Russia-Ukraine Conflict Video Live: চারিদিকে শুধুই কালো ধোঁয়া, আগুন জ্বলছে খেরসনের বাড়িগুলিতে, দেখুন ভিডিয়ো
খেরসনের আকাশে ধোঁয়া। ছবি: টুইটার

ইউক্রেনের উপর ক্রমাগত হামলা চালিয়েই যাচ্ছে রাশিয়া। লাগাতার বোমা-গুলিতে তছনছ হয়ে যাচ্ছে কিয়েভ। খারকিভের একের পর এক প্রশাসনিক বিল্ডিংয়ের উপরও ক্ষেপণাস্ত্র বর্ষণ করছে রুশ বিমানবাহিনী। প্যারাট্রুপারও নামানো হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এদিন সকালেই ইউক্রেনের দক্ষিণে খেরসন শহর দখল করে নিয়েছে বলে জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়া জুড়ে একাধিক ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে রুশ সেনাকে হামলা চালাতে দেখা গিয়েছে। আবার ইউক্রেন সেনার প্রত্যাঘাতও ধরা পড়েছে সাধারণ বাসিন্দাদের মুঠোফোনে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 02 Mar 2022 04:47 PM (IST)

    কিয়েভের টিভি টাওয়ারে বিস্ফোরণের মুহূর্ত

  • 02 Mar 2022 04:46 PM (IST)

    ট্রেন ধরার হুড়োহুড়ি কিয়েভের সেন্ট্রাল রেলস্টেশনে

  • 02 Mar 2022 04:46 PM (IST)

    কিয়েভেও ধ্বংসলীলা রুশ বাহিনীর

  • 02 Mar 2022 04:43 PM (IST)

    প্রাণ বাঁচাতে বাড়ির নীচে আশ্রয় ক্যান্সার রোগীদের

    খারকিভে লাগাতার বোমাবর্ষণ করছে রুশ বাহিনী। বিস্ফোরণের জেরে ঘরছাড়া হয়েছে সাধারণ মানুষ। এদিন খারকিভ ন্যাশনাল মেডিকেল সেন্টারে বোমাবর্ষণ করে রুশ সেনা। বাধ্য হয়ে ছোট ছোট ক্য়ানসার রোগীদের নিয়ে আশ্রয় নিতে হয়েছে বাড়ির বেসমেন্টগুলিতে।

  • 02 Mar 2022 04:00 PM (IST)

    দাউদাউ করে জ্বলছে খারকিভ বিশ্ববিদ্যালয়ের একাংশ

    রাজধানী কিয়েভের পাশাপাশি ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও লাগাতার হামলা চালাচ্ছে রুশ বাহিনী। এদিন সকালেই খারকিভ বিশ্ববিদ্যালয়ের উপর হামলা চালায় রুশ বাহিনী। ১৮০৫ সালে এই বিশ্ববিদ্যালয় তৈরি করেছিল রাশিয়ার শাসকরাই। এদিন ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই বিশ্ববিদ্যালয়ের একাংশ জ্বলতে দেখা যায়।

  • 02 Mar 2022 02:04 PM (IST)

    খারকিভের ইন্ডিপেনডেন্স স্কোয়ারে ভয়াবহ বিস্ফোরণ

    ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠছে ইউক্রেনের খারকিভ। সিসিটিভি ফুটেজে এমনই ভয়াবহতার চিত্র ধরাল পড়ল। এদিন সকালেই খারকিভের ইন্ডিপেনডেন্স স্কোয়ার বিস্ফোরণে কেঁপে ওঠে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, খারকিভের প্রশাসনিক বিল্ডিংয়ের বাইরে এই বিস্ফোরণ হয়েছে।

  • 02 Mar 2022 01:56 PM (IST)

    ইউক্রেনে ধ্বংস রাশিয়ার এস-১ মিসাইল

    ইউক্রেনের উপরে ক্রমাগত হামলা চালাচ্ছে রাশিয়া। পাল্টা প্রত্যাঘাত করছে ইউক্রেনও। শহরেরই কোনও একটি রাস্তায় দাউদাউ করে জ্বলতে দেখা গেল রাশিয়ার এস-১ মিসাইলকে।

  • 02 Mar 2022 01:37 PM (IST)

    দাউদাউ করে আগুন জ্বলছে গোটা শহরে। যেদিকেই চোখ পড়ছে, সেখানেই কেবল ধ্বংসস্তূপ। এদিন সকালেই খারকিভ দখল করে রাশিয়া। খারকিভের হারকোভা প্রদেশে ধরা পড়ল যুদ্ধ বিধ্বস্ত রূপ। সেখানে লাগাতার বোমা বিস্ফোরণে বেঁকে গিয়েছে রাস্তার ধারের ল্যাম্পপোস্ট। বাড়িগুলিও বিস্ফোরণের জেরে অর্ধেক ধ্বংস হয়ে গিয়েছে। বাকি অংশে জ্বলছে আগুন।

  • 02 Mar 2022 12:46 PM (IST)

    আকাশে আগুনের ফুলকি, লাগাতার রকেট বর্ষণ রাশিয়ার

    ইউক্রেনের মাটি থেকেও এবার হামলা শুরু করেছে রাশিয়ার বাহিনী। লাগাতার রকেট ও ক্ষেপণাস্ত্র বর্ষণ করতে দেখা যায় রুস সেনাকে। গোটা আকাশ লাল আগুনের ফুলকিতে ঢেকে যায়।

  • 02 Mar 2022 12:41 PM (IST)

    খেরসনে বিস্ফোরণ

    সকালেই খেরসন দখল করে নেওয়ার খবর মেলে। এরপরই সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিয়ো ভাইরাল হতে থাকে, যেখানে শহরের কেন্দ্রস্থলেই লাগাতার বিস্ফোরণের ছবি ও ভিডিয়ো তুলে ধরেন স্থানীয় বাসিন্দারা।

Published On - Mar 02,2022 12:39 PM

Follow Us: