G-20 Summit: পুতিন কি ভিডিয়ো কনফারেন্সে জি-২০ সামিটে যোগ দেবেন? জানাল ক্রেমলিন
Vladimir Putin: গত মাসে জোহানেসবার্গে আয়োজিত ব্রিকস সম্মেলনেও সশরীরে যোগ দেননি ভ্লাদিমির পুতিন। তবে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ব্রিকসে অংশগ্রহণ করেন তিনি। ভিডিয়োবার্তাও দেন।

মস্কো: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জি-২০ সামিটে (G-20 Summit) যোগ দিতে আসবেন না বলে আগেই জানিয়েছিল ক্রেমলিন। তবে ভিডিয়ো কনফারেন্সে তিনি সামিটে যোগ দিতে পারেন বলে ক্রেমলিনের তরফে জানানো হয়েছিল। তবে বৃহস্পতিবার সেই সম্ভাবনা কার্যত খারিজ করে দিল ক্রেমলিন। ভিডিয়ো কনফারেন্সেও জি-২০ সামিটে অংশগ্রহণের কোনও পরিকল্পনা পুতিনের (Vladimir Putin) নেই বলে বিবৃতি দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র ডেমিত্রি পেসকোভ।
প্রেসিডেন্ট পুতিন জি-২০ সামিটে ভিডিয়ো কনফারেন্সে যোগ দেবেন কিনা, সে বিষয়ে রাশিয়ার এক সংবাদমাধ্যম ক্রেমলিনের মুখপাত্র ডিমিত্রি পেসকোভকে প্রশ্ন করেন। তার জবাবে ডেমিত্রি পেসকোভ বলেন, :সেরকম কোনও পরিকল্পনা নেই (পুতিনের)। বিদেশমন্ত্রীই সমস্ত কাজ করবেন।”
পুতিন তথা রাশিয়ার প্রতিনিধি হিসাবে নয়া দিল্লিতে জি-২০ সামিটে সশরীরে যোগ দেবেন রাশিয়ার বিদেশমন্ত্রী সারজেই লাভরোভ। ব্যস্ত সূচির জন্যই পুতিন সামিটে যোগ দিতে পারছেন না বলে ক্রেমলিনের তরফে বিবৃতি দেওয়া হয়েছিল। পরে রাশিয়ার প্রেসিডেন্ট স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে সামিটে যেতে না পারার কথা জানান। তবে সামগ্রিকভাবে ভারতের পাশে থাকারও বার্তা দেন তিনি। দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর দীর্ঘক্ষণ ফোনে বার্তালাপ হয়েছে বলেও পিএমও-র তরফে জানানো হয়।
প্রসঙ্গত, গত মাসে জোহানেসবার্গে আয়োজিত ব্রিকস সম্মেলনেও সশরীরে যোগ দেননি ভ্লাদিমির পুতিন। তবে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ব্রিকসে অংশগ্রহণ করেন তিনি। ভিডিয়োবার্তাও দেন। তাই নয়া দিল্লিতে আয়োজিত জি-২০ সামিটেও পুতিন ভিডিয়ো কনফারেন্সে অংশগ্রহণ করবেন বলে মনে করা হয়েছিল। পুতিনের পাশাপাশি চিনা প্রেসিডেন্ট শি জিনপিংও জি-২০ সামিটে অংশগ্রহণ করছেন না। মূলত, ভারত-চিন সীমান্ত সমস্যার জেরেই জিনপিং জি-২০ সামিটে আসছেন না বলে ওয়াকিবহালের মত।
