Russia-Ukraine Conflict : যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন, অস্ত্র, ওষুধ দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিল একাধিক দেশ
Russia-Ukraine Conflict : যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের দিকে সাহায্য়ের হাত বাড়িয়ে দিয়েছে বিভিন্ন দেশ। ভারতও মানবিক সাহায্যের এবং ওষুধপত্র পাঠানোর কথা জানিয়েছে এই যুদ্ধ বিধ্বস্ত দেশে। এছাড়াও ব্রিটেন, নেদারল্যান্ডস, জার্মানি, ফ্রান্স, কানাডা, পোর্তুগাল, গ্রিস, রোমানিয়া সহ একাধিক দেশ এগিয়ে এসেছে।

নয়া দিল্লি : রাশিয়া-ইউক্রেনের সংঘাত নিয়ে গোটা বিশ্ব তোলপাড়। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। তারপরই রুশ সেনাবাহিনী একের পর এক হামলা চালায় ইউক্রেনের বিভিন্ন জায়গা। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরে একের পর এক মিসাইল হামলা হয়। উপগ্রহ চিত্রে ধরা পড়েছে কিয়েভের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে রুশ সেনাবাহিনী। ইউক্রেনের রাজধানী কিয়েভকে ঘিরে ফেলেছে রুশ সেনা। আজ খারকিভে রাশিয়ার সেনা বর্ষণে মারা গিয়েছেন এক ভারতীয় পড়ুয়া। প্রথম থেকেই বিশ্বের বিভিন্ন দেশ রাশিয়ার এই হামলার নিন্দা করেছে। তবে প্রথম থেকেই রাশিয়ার বিরুদ্ধে কোনও আওয়াজ ওঠায়নি চিন, বেলারুশ। ভারত ইউক্রেনে রাশিয়ার হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে দুইবারই রাশিয়ার বিপক্ষে ভোট দেওয়া থেকে বিরত ছিল ভারত। রাশিয়া-ইউক্রেনের এই উদ্বেগজনক পরিস্থিতিতে গোটা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার আর্জি জানিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট শান্তি বৈঠকে যেতে প্রস্তুত। গতকাল বেলারুশ সীমান্তে যুদ্ধ বিরতি নিয়ে রাশিয়ার প্রতিনিধি এবং ইউক্রেনের প্রতিনিধি বৈঠকে বসেনও। কিন্তু সেই বৈঠকের কোনও ফলাফল এখনও সামনে আসেনি।
আমেরিকা জানিয়ে দিয়েছে, রাশিয়ার ধ্বংসলীলায় হাত গুটিয়ে বসে থাকবে না হোয়াইট হাউস। মস্কোকে প্রথম থেকেই বারংবার হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। প্রশান্ত মহাসাগরীয় নৌবহরকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে হোয়াইট হাউসের তরফে। ইউক্রেনকে সমর্থন জানিয়ে স্ট্যাচু অফ লিবার্টিতে ইউক্রেনের জাতীয় পতাকা দিয়ে মুড়ে ফেলা হয়েছে। রাশিয়া-ইউক্রেন ইস্যুতে আমেরিকা আওয়াজ তুলেছে রাশিয়ার বিরুদ্ধে। ইউক্রেনের এই পরিস্থিতিতে সাহায্য়ের হাত বাড়িয়ে দিয়েছে বিভিন্ন দেশ। ভারতও মানবিক সাহায্যের এবং ওষুধপত্র পাঠানোর কথা জানিয়েছে এই যুদ্ধ বিধ্বস্ত দেশে। এছাড়াও ব্রিটেন, নেদারল্যান্ডস, জার্মানি, ফ্রান্স, কানাডা, পোর্তুগাল, গ্রিস, রোমানিয়া সহ একাধিক দেশ এগিয়ে এসেছে।
কোন দেশ কী দিয়ে সাহায্য় করল ইউক্রেনকে !
- ইউক্রেনের জন্য আর্থিক সাহায্য় বরাদ্দ করেছে ওয়াশিংটন। ৬৫০ কোটি মার্কিন ডলার দেবে আমেরিকা।
- ৪৫০ মিলিয়ন ইউরোর সামরিক সাহায্য পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ৭০ টি যুদ্ধ বিমান দিচ্ছে তারা। ২৩০ মিলিয়ন ডলারের মানবিক সাহায্য পাঠাচ্ছে নরওয়ে।
- ইতালি দিচ্ছে ১১০ মিলিয়ন ইউরো।
- সামরিক সাহায্য করছে অস্ট্রেলিয়া।
- ৩০০০ অটোমেটিক রাইফেল দিচ্ছে বেলজিয়াম। দিচ্ছে ২০০ অ্যান্টি ট্যাঙ্ক হাতিয়ার।
- ৫০০ স্ট্রিঙ্গার অ্যান্টি এয়ারক্র্যাফট মিসাইল পাঠাচ্ছে জার্মানি।
- ৫০০০ অ্যান্টি ট্যাঙ্ক হাতিয়ার দিচ্ছে সুইডেন।
- রাশিয়ান ফাইটার জেট পাঠাচ্ছে পোল্যান্ড।
- ২৫০০ অ্যালেস্ট রাইফেল পাঠাচ্ছে ফিনল্যান্ড।
- রাইফেল ব্যবহারের জন্য পাঠানো হচ্ছে ১.৫ লক্ষ কার্তুজ। ১৫০০ সিঙ্গল শট সিঙ্গল ট্যাঙ্ক হাতিয়ার।
- ৭০ হাজার কমব্যাট রেশন প্যাকেজ দিচ্ছে ফিনল্যান্ড।
আরও পড়ুন : ইউক্রেন থেকে সরাসরি: শর্বরীরা চোখের সামনে দেখলেন, বিস্ফোরণে ঝলসে গেল নবীন





