Sheikh Hasina: ‘গলায় স্পষ্ট হতাশার ছাপ, শেষ মুহূর্তেও দেশ ছেড়ে যেতে চাননি মা’, আক্ষেপ হাসিনার ছেলের
Bangladesh Protest: আপাতত ভারতে রয়েছেন শেখ হাসিনা। এরপর কোথায় যাবেন, তা নিরাপত্তার কথা মাথায় রেখেই জানাতে চাননি ছেলে। তিনি কেবল বলেন, "আশা করছি বাংলাদেশে নির্বাচন হবে। কিন্তু যেভাবে আমাদের দলের নেতা-কর্মীদের নিশানা করা হচ্ছে, তা দেখে আমি জানি না কতটা মুক্ত ও নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব।"
ঢাকা: শেষ মুহূর্তেও দেশ ছাড়তে চাননি শেখ হাসিনা। পরিবারের জোরাজুরিতেই নিতে হয় কঠিন সিদ্ধান্ত। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নেওয়ার পর এমনটাই বললেন তাঁর ছেলে সাজিব ওয়াজেদ জয়।
মাস জুড়ে গণ আন্দোলনের পর পতন হয়েছে বাংলাদেশ সরকারের। চাপের মুখে পড়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। দেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে গিয়েছেন তিনি। তবে এই সিদ্ধান্ত তাঁর কাছে সহজ ছিল না। সন্তানদের কথা রাখতেই বোন রেহানাকে নিয়ে দেশ ছাড়েন হাসিনা।
বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি ও শেখ হাসিনার দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়ে এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে তাঁর ছেলে জয় বলেন, “মা থাকতে চেয়েছিল। কোনওভাবেই দেশ ছেড়ে যেতে চাননি। কিন্তু আমরাই জোর করি, বলি যে এই দেশ আর সুরক্ষিত নয় তোমার জন্য। মায়ের সুরক্ষা নিশ্চিত করতে চেয়েছিলাম আমরা। তাই সবাই তাঁকে দেশ ছেড়ে চলে যেতে বলি।”
জয় আরও বলেন, “সোমবার সকালেই মায়ের সঙ্গে ফোনে কথা হয়। বাংলাদেশে অরাজকতা চলছে। মায়ের কণ্ঠে স্পষ্ট হতাশা ছিল। মায়ের কাছে এটা অত্যন্ত দুঃখের কারণ ওঁর স্বপ্ন ছিল বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার এবং বিগত ১৫ বছর ধরে তার জন্য প্রচুর পরিশ্রমও করেছেন। জঙ্গি, উগ্র সন্ত্রাসবাদীদের থেকে দেশকে সুরক্ষিত রেখেছিলেন। কিন্তু আজ বিরোধী ও সন্ত্রাসীরা ক্ষমতা দখল করে নিল।”
আপাতত ভারতে রয়েছেন শেখ হাসিনা। এরপর কোথায় যাবেন, তা নিরাপত্তার কথা মাথায় রেখেই জানাতে চাননি ছেলে। তিনি কেবল বলেন, “আশা করছি বাংলাদেশে নির্বাচন হবে। কিন্তু যেভাবে আমাদের দলের নেতা-কর্মীদের নিশানা করা হচ্ছে, তা দেখে আমি জানি না কতটা মুক্ত ও নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব। আমার পরিবারের আর দায়িত্ব নয় এটা। আমরা দেখিয়েছি দেশের জন্য আমরা কী কী করতে পারি, বাংলাদেশের উন্নয়নে কী কী করেছি। যদি বাংলাদেশের মানুষ সঠিক মানুষের পাশে না দাঁড়ায় এবং ক্ষমতা দখল করে নিতে দেয়, তবে এই নেতৃত্বই তাদের প্রাপ্য।”
বিএনপি ক্ষমতায় ফিরতে পারে, এই নিয়েও শঙ্কা প্রকাশ করে হাসিনার ছেলে বলেন, “আওয়ামি লিগ এখনও দেশের সবথেকে জনপ্রিয় দল। বিএনপির ক্ষমতায় ফেরার সম্ভাবনা রয়েছে। আমরা শেষবার দেখেছিলাম ওরা ক্ষমতায় আসার পর কী হয়েছিল। দেশকে মাটিতে মিশিয়ে দিয়েছিল। সন্ত্রাসবাদীদের খোলা হাতে ছুট দিয়েছিল। সংখ্যালঘুদের উপরে হামলা চালানো হয়েছিল।”