AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sheikh Hasina: ‘৯০ হাজার কোটি টাকা লুট করেছে’, ইউনূসকে উৎখাতের ডাক শেখ হাসিনার

Sheikh Hasina-Muhammad Yunus: প্রাক্তন প্রধানমন্ত্রী অডিয়ো বার্তায় বলেন, "কী চলছে দেশে? এখন কেন কেউ কিছু বলছেন না, লিখছেন না? আমি কারোর কণ্ঠরোধ করেনি। তখন তো সবাই যেমন ইচ্ছা লিখতে পারত। আজ বাংলাদেশে কারা আছে? জঙ্গি-সন্ত্রাসী গ্রুপ।"

Sheikh Hasina: '৯০ হাজার কোটি টাকা লুট করেছে', ইউনূসকে উৎখাতের ডাক শেখ হাসিনার
ইউনূসকে উৎখাতের ডাক শেখ হাসিনার।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: May 24, 2025 | 3:01 PM
Share

ঢাকা: শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করেছিল বাংলাদেশের জনগণ। বছর ঘুরতে না ঘুরতেই বদলে গেল দৃশ্যপট। এবার মহম্মদ ইউনূসকে ক্ষমতা থেকে উৎখাতের ডাক দিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দোলাচলে বাংলাদেশ। জল্পনা শোনা যাচ্ছে, অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস ইস্তফা দিতে চান। এই নিয়েই তোলপাড় হচ্ছে বাংলাদেশ। এর মাঝেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসকে উৎখাতের ডাক দিলেন।

একইসঙ্গে মানুষের পাশে দাঁড়ানোর জন্যে আওয়ামী লিগের কর্মীদের আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। তাঁর বক্তব্য, “জনগণ খুব কষ্ট আছে”। তাদের পাশে দাঁড়িয়ে আন্দোলনে নামার ডাক দেন তিনি। মিটিং-মিছিল করে ইউনূস সরকারের কুকীর্তি ফাঁসের আর্জি জানান হাসিনা।

প্রাক্তন প্রধানমন্ত্রী অডিয়ো বার্তায় বলেন, “কী চলছে দেশে? এখন কেন কেউ কিছু বলছেন না, লিখছেন না? আমি কারোর কণ্ঠরোধ করেনি। তখন তো সবাই যেমন ইচ্ছা লিখতে পারত। আজ বাংলাদেশে কারা আছে? জঙ্গি-সন্ত্রাসী গ্রুপ। আজকে অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছে। ৯০ হাজার কোটি টাকা শেয়ার মার্কেট থেকে চলে গিয়েছে। আমরা সরকারে থাকতে নাকি সলমন টাকা নিয়ে যেত। এখন তো আমরা নেই, কে টাকা নিয়ে গেল? সাংবাদিকরা লিখছেন না কেন? সত্যি কথা লিখছেন না কেন? গণতন্ত্র মানে হল জঙ্গিদের শাসন।”

হাসিনার হুঙ্কার, “প্রতিটি অপমান ও অপবাদের হিসাব নেব। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে বাংলাদেশের জন্য কিছু করার জন্যই।”

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর দাবি, “মহম্মদ ইউনূস বাংলাদেশের টাকা পাচার করেছে। ইউনূস, তাঁর ভাই , ভাইয়ের ছেলে ও তাঁর মেয়ের সব সম্পত্তির হিসাব বের করা হচ্ছে। বাংলাদেশের উপদেষ্টাদের সকলেই প্রায় বিদেশী নাগরিক । তাদের সব হিসাব বের করা হচ্ছে।”

প্রসঙ্গত, গত বছর ৫ অগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। সম্প্রতি তাঁর দল আওয়ামী লিগের যাবতীয় রাজনৈতিক কার্যকলাপের উপরও নিষেধাজ্ঞার ডাক দেন। তাও দমানো যায়নি হাসিনা বা তাঁর দলকে। গতকাল আওয়ামী লিগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের লেখেন, “ধ্বংস হয়ে যাওয়া, রক্তাক্ত বাংলাদেশকে আবার গড়ার জন্য শেখ হাসিনা ফের দায়িত্ব নেবেন।”