Bangladesh Women: পুরুষদের চোখে পাপ হবে, তাই মহিলাদেরই বাড়ি থেকে বেরনোয় নিষেধাজ্ঞা! আজব ফতোয়া বাংলাদেশে
Bangladesh: এবার রমজানের সময় মহিলাদের প্রকাশ্যে বের হবার ওপর জারি হয়েছে ফতোয়া। সেই ফতোয়ায় বলা হয়েছে যে মহিলারা বাইরে বের হলে পুরুষরা মহিলাদের দেখলে তাদের চোখের পাপ হবে। তাই মহিলাদের না বেরনোই শ্রেয়।

কোচবিহার: উন্নয়নের পথে এগোনোর কথা ছিল, কিন্তু ইউনূস জমানায় দিনে দিনে অন্ধকারের দিকে হাঁটছে বাংলাদেশ। আফগানিস্তানে তালিবানদের অনুকরণেই বাংলাদেশে মহিলাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে নিষেধাজ্ঞা। এবার রমজানে মহিলাদের বাড়ির বাইরে বের হওয়া নিয়ে জারি হল ফতোয়া। মৌলবাদীদের হুমকি, “রোজা চলাকালীন মহিলারা বাড়ির বাইরে বের হলে, তাদের দেখলে পুরুষদের চোখের গুনাহ হবে”। তাই এই সময়ে মহিলাদের বাড়ি থেকে বের না হতেই বলেছেন কট্টরপন্থীরা।
কট্টরপন্থী মৌলবাদ গ্রাস করছে বাংলাদেশকে। নিত্যদিন খর্ব করা হচ্ছে নারী অধিকার। এবার রমজানের সময় মহিলাদের প্রকাশ্যে বের হবার ওপর জারি হয়েছে ফতোয়া। সেই ফতোয়ায় বলা হয়েছে যে মহিলারা বাইরে বের হলে পুরুষরা মহিলাদের দেখলে তাদের চোখের পাপ হবে। তাই মহিলাদের না বেরনোই শ্রেয়।
একান্তই মহিলাদের যদি বাইরে বের হতেই হয়, তাহলে পর্দা দিয়ে বেড় হবার নিদান দিয়েছেন এক মৌলবী। ইসলামিক মৌলবাদীদের স্পষ্ট বক্তব্য, মহিলারা বের হলে তাদের যদি কোনও পুরুষ দেখে ফেলেন, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। চোখের গুনাহ হবে ।
এই নিয়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে বাংলাদেশ জুড়ে। আর এইসব দেখেও চুপ ইউনূস প্রশাসন।





