৯/১১ হামলায় কোনও হাতই ছিল না ওসামা বিন লাদেনের, চাঞ্চল্যকর দাবি তালিবানের
তালিবান মুখপাত্রের দাবি, লাদেনের কোনও হাতই ছিল না টুইন টাওয়ার হামলায়। এটা নাকি আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধের একটা অজুহাত মাত্র।
কাবুল: ৯/১১ অর্থাৎ আমেরিকার টুইন টাওয়ারে জঙ্গি হামলার ঘটনায় কোনও ভূমিকাই ছিল না ওসামা বিন লাদেনের (Osama Bin Laden)। এমনই চাঞ্চল্যকর দাবি সামনে আনল তালিবান (Taliban)। সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে তালিবানের অন্যতম মুখপাত্র জাবিবুল্লাহ মুজাহিদ দাবি করেছেন, বিন লাদেনের কোনও হাত ছিল না ওই হামলায়। তাঁর দাবি, আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে যুদ্ধ করার নিছকই একটা অজুহাত ছিল এটা। তিনি ওই সাক্ষাৎকারে বলেন, ‘আজ ওই ঘটনার ২০ বছর পরও কোনও প্রমাণ নেই যে ওই ঘটনায় লাদেনের হাত ছিল।’
মুজাহিদ আরও দাবি করেন, আফগানিস্তানে যে যুদ্ধ চালানো হয়েছে, তার কোনও যুক্ত ছিল না। কিন্তু এবার আর আল-কায়েদার মতো সংগঠনকে কি জায়গা দেবে না তালিবান? এই প্রশ্নের উত্তরে ওই মুখপাত্র বলেন, ‘আমরা বারবার বলেছি, আফগানিস্তানের মাটিতে আর জায়গা নিতে পারবে না কোনও সন্ত্রাসবাদী সংগঠন।’ তিনি উল্লেখ করেন, আমেরিকার কাছে যখন লাদেন শত্রু হয়ে উঠেছিল, তখন লাদেন আফগানিস্তানে ছিল। কিন্তু এ বার তাঁরা প্রতিশ্রুতি দিচ্ছেন যে কোনও শক্তির বিরুদ্ধে আফগানিস্তানের মাটিকে ব্যবহার করা যাবে না আর।
এ বার দখল নেওয়ার পর শুরু থেকেই ভাবমূর্তি বদলের চেষ্টায় উঠেপড়ে লেগেছে তালিবান। তাই মহিলাদের নিয়ে প্রশ্নের উত্তরে আবারও একই সুর শোনা গেল তাঁর গলায়। তালিবানি শাসনে মহিলারা নিজেদের অধিকার বজায় রাখতে পারবে তো? মুজাহিদের জবাব, ‘আমরা মহিলাদের সম্মান জানাই। তারা আমাদের বোনের মতো। তাদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। তালিবান দেশের জন্য লড়াই করেছে। মহিলাদের আমাদের জন্য গর্ব করা উচিৎ, ভয় পাওয়া উচিৎ নয়।’
আফগানদের দেশ ছাড়ার প্রসঙ্গে তিনি আরও একবার জানান যে, তালিবান চায় না তাঁদের দেশের ছেলেমেয়েরা দেশ ছেড়ে চলে যায়। দেশের প্রতিভাকে দেশেই রাখতে চান বলে জানিয়েছেন তিনি।
তালিবান দখল নেওয়ার পর থেকে আফগানিস্তানের শুধুই আতঙ্কের ছবি চোখে পড়েছে। বহু আফগান প্রাণভয়ে ছুটে গিয়েছেন বিমানবন্দরের দিকে, এমনকি নিজের সন্তানকে বাঁচাতে সেনাবাহিনীর হাতে তুলে দিতেও পিছপা হননি তাঁরা। শোনা গিয়েছে, আফগানিস্তানের রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে তালিবান। ঘরে ঘরে গিয়ে খুঁজে বের করা হচ্ছে সেই সব ব্যক্তিদের যাঁরা মার্কিন সেনাকে সাহায্য করেছিল। কিন্তু সেই দাবিও উড়িয়ে দিয়েছে তালিবান। তাদের দাবি, এমন কোনও হিট লিস্ট নেই তাদের হাতে। কাউকে কোনও শাস্তিও দিচ্ছে না তারা।
তালিবানের মুখপাত্র সুহেল শাহিন জানিয়েছেন, ইসলামিক এমিরেটস অব আফগানিস্তানে কারও বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। শুধু তাই নয়, দরজায় দরজায় হানা দেওয়ার অভিযোগও সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন তিনি। তাঁর দাবি, সবাইকে ক্ষমা করে দিয়েছেন তালিবান। আরও পড়ুন: ‘নিরাপদ আশ্রয়ে যান’, আত্মঘাতী হামলার সম্ভাবনা কাবুল বিমানবন্দরে, সতর্কবার্তা আমেরিকা-ব্রিটেনের