AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দেশে বালির অভাব নেই, তারপরও বাইরে থেকে বালি কিনতে হয় Saudi Arabia-কে! কেন?

Sand: নির্মাণকাজের জন্য অস্ট্রেলিয়া, চিন ও বেলজিয়াম থেকে বালি নিয়ে আসে সৌদি আরব। কিন্তু তাদের মরুভূমির বালি থাকতেও কেন তাদের বালি আমদানি করতে হয়?

দেশে বালির অভাব নেই, তারপরও বাইরে থেকে বালি কিনতে হয় Saudi Arabia-কে! কেন?
Image Credit: Ratnakorn Piyasirisorost/Moment/Getty Images
| Updated on: Aug 03, 2025 | 6:10 AM
Share

একটি দেশ, যার প্রায় পুরোটাই বালি। সেই দেশকেও নাকি বাইরের দেশ থেকে বালি আমদানি করতে হয়! এমনও সম্ভবও? কিন্তু কেন? এই দেশের নাম সৌদি আরব। সৌদির ৯৫ শতাংশ এলাকাই বালির মরুভূমি। কিন্তু সেই বালি ব্যবহার করতে পারে না মধ্যপ্রাচ্যের এই দেশ।

নির্মাণকাজের জন্য অস্ট্রেলিয়া, চিন ও বেলজিয়াম থেকে বালি নিয়ে আসে সৌদি আরব। কিন্তু তাদের মরুভূমির বালি থাকতেও কেন তাদের বালি আমদানি করতে হয়? আসলে, মরুভূমির বালি বহুবছর ধরে বাতাসের ক্ষয়ের ফলে গোলাকার ও মসৃণ আকৃতি পেয়েছে। আর এই ধরণের বালি দিয়ে কংক্রিটের কিছু তৈরি করা খুবই সমস্যার।

আসলে বড় বড় নির্মাণ কাজের জন্য রুক্ষ ও কৌণিক বালির দানার প্রয়োজন। আর এই ধরণের বালি মরুভূমিতে পাওয়া যায় না। এই বালি পাওয়া যায় নদীগর্ভে, হ্রদে ও সমুদ্রে। আর এই ধরণের বালির দানা কংক্রিটকে আরও শক্তিশালী করে তোলে।

সৌদি আরবের এই পরিস্থিতি একটি বিরাট বড় সমস্যাকে তুলে ধরে। সেটা হল নির্মাণ শিল্পে প্রয়োজনীয় বালির ঘাটতি। তথ্য বলছে, বিশ্বে প্রতি বছরে প্রায় ৫০ বিলিয়ন টন বালি ব্যবহৃত হয়। কিন্তু পৃথিবীতে বালির অভাব না থাকা সত্ত্বেও সেই বালি খুব বেশি কাজে লাগে না।