AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Trump vs Musk: ‘তল্পিতল্পা গুটিয়ে দেশে ফিরে যেতে হবে…’, মাস্ককে নিশানা ট্রাম্পের

Trump Fires at Musk: ট্রাম্পের সাফ কথা, 'বিশ্ব ইতিহাসে সব থেকে বেশি ভর্তুকি পাওয়া ব্যবসায়ী ইলন মাস্ক। এই ভর্তুকির উপরেই টিকে আছে তাঁর সংস্থা। ভর্তুকি না পেলে ব্যবসা বন্ধ করে তল্পিতল্পা গুটিয়ে আবার নিজের দেশ দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে তাঁকে।'

Trump vs Musk: 'তল্পিতল্পা গুটিয়ে দেশে ফিরে যেতে হবে...', মাস্ককে নিশানা ট্রাম্পের
Image Credit: Getty Image
| Updated on: Jul 01, 2025 | 12:17 PM
Share

ওয়াশিংটন: সংঘাত অব্যাহত। গলায়-গলায় বন্ধুত্ব ছেড়ে এবার সম্মুখ সমরে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও টেসলাকর্তা ইলন মাস্ক। আমেরিকায় নতুন রাজনৈতিক দল গঠনের সময় এসেছে বলে ইলন দাবি করতেই, তাঁর বিরুদ্ধে পাল্টা তোপ দেগেছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের সাফ কথা, ‘বিশ্ব ইতিহাসে সব থেকে বেশি ভর্তুকি পাওয়া ব্যবসায়ী ইলন মাস্ক। এই ভর্তুকির উপরেই টিকে আছে তাঁর সংস্থা। ভর্তুকি না পেলে ব্যবসা বন্ধ করে তল্পিতল্পা গুটিয়ে আবার নিজের দেশ দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে তাঁকে।’ তাঁর সংযোজন, ‘DOGE দফতরের উচিত তাদের প্রাক্তন অধিকর্তা তথা টেসলার মালিকের সঙ্গে সেই দফতরের স্বাক্ষরিত ভর্তুকি ও অন্যান্য চুক্তিগুলি একবার খতিয়ে দেখা উচিত। ওদের উচিত রকেট, কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের মতো একাধিক কাজে এত টাকা ভর্তুকি দেওয়া বন্ধ করে দেওয়া। তাহলেই অনেক টাকা বেঁচে যাবে।’

উল্লেখ্য, ট্রাম্পের ‘বড় সুন্দর বিল’ঘিরেই বেঁধেছে বচসা। সরকার পক্ষের দাবি, সেই বিল সরকারের কর এবং ব্যয় সংকোচনের জন্য তৈরি একটি অর্থবিল। তবে এর পাল্টা এই বিলের তীব্র বিরোধী করে চলেছেন মাস্ক। তাঁর দাবি, ‘যদি ব্যয় সংক্রান্ত এই বিল মার্কিন সেনেটে পাশ হয়, তবে পরের দিনই ‘আমেরিকা পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দল তৈরি হবে। আমাদের দেশে ডেমোক্র্যাট ও রিপাবলিকানের বাইরে কোনও দল প্রয়োজন।’ এরপরেই মাস্কের উপর ভর্তুকি-ইস্যুতে নিশানা করেন মার্কিন প্রেসিডেন্ট।