AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lesbian Couple: দুই তরুণীর গর্ভ থেকে জন্ম নিল এক সন্তান, লেসবিয়ান যুগল হল মা

Lesbian Couple: মার্চ মাস থেকে এই পদ্ধতি শুরু হয়। ডেরেক যখন একেবারে ভ্রূণ, তখন সে এস্তেফেনিয়ার গর্ভে। এরপর ৯ মাস তাকে জারিত করেছে আজহারা। মেট্রোয় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, একে অপরকে ভালবেসে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন এস্তেফেনিয়া ও আজহারা।

Lesbian Couple: দুই তরুণীর গর্ভ থেকে জন্ম নিল এক সন্তান, লেসবিয়ান যুগল হল মা
প্রতীকী চিত্র।
| Edited By: | Updated on: Nov 21, 2023 | 2:36 PM
Share

ইউরোপ: দুই গর্ভে বেড়ে উঠল একই ভ্রূণ। মা হল এক সমকামী (Lesbian Couple) যুগল। পুত্রসন্তানের মা হলেন ৩০ বছরের এস্তাফানিয়া ও ২৭ বছরের আজাহারা। অক্টোবরেই মা হয়েছেন দুই তরুণী। ছোট্ট সন্তানের নাম রেখেছেন ডেরেক এলয়।

মার্চ মাস থেকে এই পদ্ধতি শুরু হয়। প্রথমে এস্তাফানিয়ার গর্ভে, তারপর ৯ মাস ডেরেককে জারিত করেছে আজহারা। মেট্রোয় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, একে অপরকে ভালবেসে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন এস্তেফেনিয়া ও আজহারা। এরপর ঠিক করেন মা হবেন তাঁরা। পৃথিবীর সবথেকে সুন্দর যে অনুভূতি, একইসঙ্গে তা অনুভব করবেন ইউরোপের এই দুই তরুণী।

এরপরই তাঁরা ফার্টিলিটি ট্রিটমেন্ট সংক্রান্ত খোঁজখবর শুরু করেন। বিভিন্ন জার্নালে পড়াশোনার পাশাপাশি একাধিক চিকিৎসকের পরামর্শও নেন। মা হওয়ার জন্য তাঁরা ইনভোসেল নামে চিকিৎসা পদ্ধতিতে ভরসা রাখেন। কী এই বিশেষ পদ্ধতি? প্রতিবেদনে বলা হয়েছে, একেবারে সাধারণ প্রেগন্যান্সির মতোই এই ফার্টিলাইজেশন প্রসেস।

একটি ছোট্ট ক্যাপসুল, যার আকার খুব বেশি হলে একটা বুড়ো আঙুলের মতো, তাতেই ডিম্বানু ও শুক্রাণু রেখে যোনিতে স্থাপন করা হয়। পাঁচদিন সেখানেই রাখা হয়। এরপর নির্দিষ্ট নিয়ম মেনে ওই ক্যাপসুল বের করে নেওয়া হয়। ভ্রূণ পরীক্ষা করে তারপর তা জরায়ুতে প্রতিস্থাপিত করা হয়।

এক্ষেত্রে প্রথম পর্ব হয় এস্তাফানিয়ার শরীরে হয়, এরপর ৯ মাস আজাহারার শরীরে বেড়ে ওঠে ডেরেক। চিকিৎসা বিজ্ঞানের অত্যাধুনিক সেই পদ্ধতিকে ব্যবহার করে মা হন এই দুই তরুণী। ৩০ অক্টোবর মা হন তাঁরা।