Ukraine President Criticize NATO: ‘মৃত্যুর জন্য দায়ী থাকবেন আপনারাই’, কোন কারণে ন্যাটোর উপরে ক্ষেপলেন জ়েলেনস্কি?
Ukraine President Criticize NATO: সঙ্কটময় পরিস্থিতিতে আবেগঘন হয়ে প্রেসিডেন্ট জ়েলেনস্কি বলেন, "মনে রাখবেন, আজকের পর থেকে যত সংখ্যক মানুষেরই মৃত্যু হবে, তার জন্য দায়ী থাকবেন আপনারা। আপনাদের দুর্বলতা, আপনাদের সংগঠনের অভাবের কারণেই এই বিপর্যয় হবে।"

কিয়েভ: রুশ আগ্রাসন রুখতে ন্যাটো(NATO)-র কাছ থেকে সাহায্য চেয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জ়েলেনস্কি (Volodymyr Zelenskyy)। মুখে সাহায্যের প্রতিশ্রুতি মিললেও, বাস্তবে তেমন কোনও সাহায্যই পাচ্ছে না যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন(Ukraine)। আকাশপথে রুশ হামলা রুখতে সম্প্রতিই ন্যাটোর সদস্য দেশগুলিকে এয়ারস্পেস বন্ধ করার আবেদন জানিয়েছিলেন প্রেসিডেন্ট জ়েলেনস্কি। কিন্তু ন্যাটোর তরফে এমন কোনও পদক্ষেপই গ্রহণ করা হয়নি। সেই কারণেই এবার ন্যাটোর উপরে ক্ষোভ উগরে দিলেন জ়েলেনস্কি। ইউক্রেনে নো-ফ্লাই জ়োন ঘোষণা না করায়, জ়েলেনস্কি বলেন, “এবার থেকে ইউক্রেনে যাবতীয় ধ্বংস ও মৃত্যুর জন্য দায়ী থাকবে ন্যাটোই। কারণ তাদের দুর্বলতা ও সংগঠনের অভাবের কারণেই মস্কো আক্রমণ চালানোর ছাড়পত্র পাচ্ছে।”
সঙ্কটময় পরিস্থিতিতে আবেগঘন হয়ে প্রেসিডেন্ট জ়েলেনস্কি বলেন, “মনে রাখবেন, আজকের পর থেকে যত সংখ্যক মানুষেরই মৃত্যু হবে, তার জন্য দায়ী থাকবেন আপনারা। আপনাদের দুর্বলতা, আপনাদের সংগঠনের অভাবের কারণেই এই বিপর্যয় হবে। ন্যাটো ইউক্রেনের উপরে নো-ফ্লাই জ়োন ঘোষণা করতে অস্বীকার করায়, ইউক্রেনের শহর ও গ্রামগুলির উপরে বোমাবর্ষণের সবুজ সংকেত দেওয়া হয়েছে।”
শুক্রবারই ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেন্স স্টোলেনবার্গ ইউক্রেনের উপরে ‘নো-ফ্লাই জ়োন’ ঘোষণা করতে অস্বীকার করেন। ব্রাসেলসে বসা ওই বৈঠকে ন্যাটোর সদস্য দেশগুলির বিদেশমন্ত্রীরা আলোচনা করে জানান, ন্যাটো একটি প্রতিরোধ বাহিনী এবং সদস্য দেশগুলি যুদ্ধের অংশ নয়। নো ফ্লাই জ়োন ঘোষণা না করার সিদ্ধান্তের পিছনে কারণ হিসাবে জানানো হয়, যদি নো-ফ্লাই জ়োন ঘোষণা করা হয়, তবে যুদ্ধের ব্যাপকতা বাড়তে পারে। জেন্স স্টোলেনবার্গ বলেন, “আমাদের দায়িত্ব যুদ্ধ পরিস্থিতি যাতে আরও খারাপ না হয় এবং ইউক্রেনের বাইরেও ছড়িয়ে না পড়ে। কারণ তা হলে পরিস্থিতি আরও ভয়াবহ ও ধ্বংসাত্বক হয়ে উঠবে।”
ন্যাটোর এই ঘোষণার পরই ক্ষোভে ফেটে পড়েন জেলেনস্কি। তিনি বলেন, “ন্যাটো এমনভাবে পরিস্থিতি বিবৃত করছে যেন ইউক্রেনের আকাশসীমা বন্ধ করে দিলে রাশিয়া সরাসরি ন্যাটো দেশগুলির উপরই হামলা শুরু করবে। এটা তাদেরই আত্মসমীক্ষা যাদের অস্ত্রভাণ্ডার আমাদের থেকে কয়েকগুণ বেশি হওয়া সত্ত্বেও ভিতর থেকে দুর্বল, নিরাপত্তাহীনতায় ভোগে।”
ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবাও ন্য়াটোর উদ্দেশ্যে বলেন, “পরিস্থিতি খারাপ হওয়ার আগেই পদক্ষেপ গ্রহণ করুন। যদি আপনারা আমাদের সাহায্য না করেন, তবে ইউক্রেনের মানুষদের দুর্দশা ও মৃত্যুর দায়ভারও আপনাদেরই নিতে হবে কারণ রাশিয়া নির্মমভাবে বোমা ফেলছে।”





