Indian Student Death in US: ভারতীয় পড়ুয়ার মৃত্যুতে হাসাহাসি মার্কিন পুলিশের, অবিলম্বে তদন্তের দাবি ভারতের
India: চলতি বছরের জানুয়ারি মাসে আমেরিকার সিয়াটেলে জাহ্নবী কান্দুলা নামক ওই ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়। দ্রুতগতিতে একটি পুলিশের গাড়ি ধাক্কা মেরেছিল ওই ভারতীয় পড়ুয়াকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পড়ুয়ার। ওই গাড়িটি চালাচ্ছিলেন কেভিন ডেভ নামক এক পুলিশ অফিসার। দুর্ঘটনার সময় গাড়ির গতি ঘণ্টায় ১২০ কিলোমিটার ছিল।

ওয়াশিংটন: আমেরিকায় গাড়ি দুর্ঘটনায় ভারতীয় পড়ুয়ার মৃত্যু। আর তাতে হাসি মার্কিন পুলিশের। এ হেন আচরণে ক্ষুব্ধ ভারত। এই ঘটনার তীব্র নিন্দা করে ভারতের তরফে বলা হয়, “এটা অত্যন্ত যন্ত্রণাদায়ক”। ভারতীয় পড়ুয়ার মৃত্যুর ঘটনার অবিলম্বে তদন্তের দাবি করা হয়েছে।
চলতি বছরের জানুয়ারি মাসে আমেরিকার সিয়াটেলে জাহ্নবী কান্দুলা নামক ওই ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়। দ্রুতগতিতে একটি পুলিশের গাড়ি ধাক্কা মেরেছিল ওই ভারতীয় পড়ুয়াকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পড়ুয়ার। ওই গাড়িটি চালাচ্ছিলেন কেভিন ডেভ নামক এক পুলিশ অফিসার। দুর্ঘটনার সময় গাড়ির গতি ঘণ্টায় ১২০ কিলোমিটার ছিল। দুর্ঘটনার পর যখন কেভিন নামক ওই পুলিশ অফিসার গাড়ি থেকে নেমে আসেন, তখন তাঁর বডি ক্য়ামে গোটা ঘটনাটি রেকর্ডিং হয়। শোনা যায়, ভারতীয় পড়ুয়ার মৃত্যুতে হাসছেন ওই অফিসার। এই ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়। নিন্দার ঝড় ওঠে পুলিশ অফিসারের আচরণে। এই ঘটনা নিয়ে এবার প্রতিবাদ জানাল ভারতও।
জানা গিয়েছে, সিয়াটেলের নর্থইস্টার্ন ইউনিভার্সিটির পডুয়া ছিলেন জাহ্নবী কান্দুলা। তাঁকে ধাক্কা মারার পর দুই পুলিশ অফিসার নিজেদের মধ্যে আলোচনা করছিলেন। সেই সময়ই তাঁরা ভারতীয় পড়ুয়ার মৃত্যু নিয়ে হাসাহাসি করেন। মৃত যুবতীর গুরুত্ব সীমিত এবং একটি ক্ষতিপূরণের চেক লিখে ঘটনাটিকে ধামাচাপা দেওয়া উচিত বলে আলোচনা করেন তারা।
এই ভিডিয়ো ঘিরে বিতর্ক শুরু হতেই বুধবার সান ফ্রান্সিসকোয় ভারতীয় কনসুলেট জেনারেল ঘটনাটিকে অত্যন্ত যন্ত্রণাদায়ক বলে উল্লেখ করেন। টুইটারে ঘটনার সমালোচনা করে বলা হয়, “সিয়াটেল ও ওয়াশিংটনের স্থানীয় প্রশাসনের কাছে এই বিষয়টি তুলে ধরা হয়েছে এবং ওয়াশিংটন ডিসির শীর্ষ কর্তাদের কাছেও আবেদন জানানো হয়েছে যে ভারতীয় পড়ুয়ার মৃত্যুর যেন পূর্ণাঙ্গ তদন্ত হয় এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়। কনস্যুলেট ও দূতাবাস গোটা ঘটনাটির উপরে নজর রাখবে।”





