US Osprey aircraft: ‘আগুন বের হচ্ছিল…’, জাপানের কাছে ভেঙে পড়ল মার্কিন যুদ্ধবিমান, নিখোঁজ আরোহীরা
জাপানের উপকূলরক্ষী বাহিনীর এক মুখপাত্র প্রাথমিকভাবে জানিয়েছেন, জাহাজে থাকা যাত্রীদের কেউ বেঁচে আছেন কিনা, সেই সমক্রান্ত কোনও তথ্য তাঁর কাছে নেই। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তারও কোনও তথ্য নেই। তবে, আরোহীদের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে বলেই মনে করা হচ্ছে।
টোকিয়ো: জাপানের ইয়াকুশিমা দ্বীপের কাছে সমুদ্রের বুকে ভেঙে পড়ল একটি মার্কিন সামরিক বিমান। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, অসপ্রে বিমানটিতে আটজন আরোহী ছিলেন। জাপানের উপকূলরক্ষী বাহিনীর এক মুখপাত্র প্রাথমিকভাবে জানিয়েছেন, জাহাজে থাকা যাত্রীদের কেউ বেঁচে আছেন কিনা, সেই সমক্রান্ত কোনও তথ্য তাঁর কাছে নেই। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তারও কোনও তথ্য নেই। তবে, আরোহীদের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে বলেই মনে করা হচ্ছে। স্থানীয় সময় দুপুর ২টো বেজে ৪৭ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মার্কিন সামরিক বিমানটি সাগরে ভেঙে পড়ার আগে সেটির বাঁদিকের ইঞ্জিন থেকে আগুন বের হতে দেখা গিয়েছিল। জাপানে মোতায়েন মার্কিন বাহিনীর মুখপাত্র এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি। তবে, মার্কিন বাহিনীর একটি অসপ্রে বিমান যে ইয়াকুশিমা দ্বীপের কাছে ভেঙে পড়েছে, সেই তথ্য তারা পেয়েছেন বলে, জানা গিয়েছে মার্কিন ঘাঁটি সূত্রে।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।