Donald Trump: ‘ভারতকে অতিরিক্ত শুল্কই দিতে হবে’, ফের মোদীর সঙ্গে কথা বলার দাবি ট্রাম্পের
PM Modi-Donald Trump: এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সংবাদমাধ্য়মের মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানেই তিনি বলেন যে ভারতীয় পণ্যে আরও বিপুল শুল্ক বসানোর হুমকি দিয়েছিলেন তিনি। তাঁর শর্ত মেনে যদি নয়া দিল্লি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেয়, তবেই তিনি আর শুল্ক চাপাবেন না।

ওয়াশিংটন: মুখেই যত বন্ধুত্বের বার্তা। ভারতের উপর থেকে শুল্ক কমাতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। উল্টে তিনি আরও একবার দাবি করলেন যে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে দেবে। এই কাজ তিনি শুল্কের ভয় দেখিয়েই করেছেন বলে অকপট স্বীকার করেন মার্কিন প্রেসিডেন্ট।
এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সংবাদমাধ্য়মের মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানেই তিনি বলেন যে ভারতীয় পণ্যে আরও বিপুল শুল্ক বসানোর হুমকি দিয়েছিলেন তিনি। তাঁর শর্ত মেনে যদি নয়া দিল্লি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেয়, তবেই তিনি আর শুল্ক চাপাবেন না।
গত সপ্তাহে যে বুলি আওড়েছিলেন, সেই একই কথা বলেন ট্রাম্প। বলেন, “আমার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মোদীর কথা হয়েছে, উনি বলেছেন যে রাশিয়ার তেলের বিষয়টা করবেন না।”
ট্রাম্প যতই দাবি করুন না কেন, গত সপ্তাহেই ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর রাশিয়ার কাছ থেকে তেল কেনা নিয়ে ফোনে কোনও কথা হয়নি। এই কথা যখন গতকাল সাংবাদিকরা ট্রাম্পকে এই কথা জানালে তিনি বলেন, “যদি ওরা এটা বলতে চায়, তাহলে তাদের বিপুল শুল্ক দিতে হবে। ওরা সেটা চায় না।”
ভারতের উপরে প্রথমে ২৫ শতাংশ শুল্ক বসিয়েছিলেন। এরপর তিনি আরও ২৫ শতাংশ বাড়িয়ে ৫০ শতাংশ শুল্ক চাপিয়ে দেন। এর পিছনে যুক্তি দেন যে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনছে, তাই এই অতিরিক্ত শুল্ক চাপাচ্ছেন।
