AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Donald Trump on India: ট্রাম্পের ফের দাবি, ভারত রাশিয়ার কাছ থেকে আর তেল কিনবে না!

India Buying Russian Oil: হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে এসেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। তাঁর সাক্ষাত নিয়ে কথা বলতে গিয়েই ভারতের প্রসঙ্গ টেনে আনেন মার্কিন প্রেসিডেন্ট এবং দাবি করেন যে রাশিয়া থেকে তেল কেনা ইতিমধ্যেই কমিয়ে দিয়েছে নয়া দিল্লি।

Donald Trump on India: ট্রাম্পের ফের দাবি, ভারত রাশিয়ার কাছ থেকে আর তেল কিনবে না!
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।Image Credit: PTI
| Updated on: Oct 18, 2025 | 7:05 AM
Share

ওয়াশিংটন: ভারত বলছে মোদী-ট্রাম্পের কথা হয়নি। এদিকে মার্কিন প্রেসিডেন্টও নাছোড়বান্দা। তিনি ফের দাবি করলেন যে ভারত আর রাশিয়ার কাছ থেকে তেল কিনবে না। আবার হাঙ্গেরি কেন তেল কিনছে, তা নিয়েও সাফাই দিলেন ট্রাম্প।

হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে এসেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। তাঁর সাক্ষাত নিয়ে কথা বলতে গিয়েই ভারতের প্রসঙ্গ টেনে আনেন মার্কিন প্রেসিডেন্ট এবং দাবি করেন যে রাশিয়া থেকে তেল কেনা ইতিমধ্যেই কমিয়ে দিয়েছে নয়া দিল্লি। ট্রাম্প বলেন, “রাশিয়া থেকে ভারত তেল কিনবে না। ওরা ইতিমধ্যেই কেনা কমিয়ে দিয়েছে।” 

প্রসঙ্গত, দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্টের গদিতে বসার পর থেকেই রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারী হতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। এর জন্য তিনি কূটনীতির সঙ্গে সঙ্গে শুল্কের লড়াইও শুরু করেছেন। ভারতের উপরে ১০০ শতাংশ শুল্ক চাপিয়েছেন এই যুক্তি দিয়ে যে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনে। ন্যাটোর দেশগুলিকেও বলেছিলেন রাশিয়ার কাছ থেকে যেন জ্বালানি কেনা বন্ধ করে দেয়।

ভারতের উপরে তেল কেনা বন্ধ করার জন্য ক্রমাগত চাপ সৃষ্টি করলেও, ন্যাটো সদস্য হাঙ্গেরি কিন্তু রাশিয়ার ক্রুড তেলের উপরই নির্ভরশীল। তাদের তেল কেনা নিয়ে সাফাই দিয়ে ট্রাম্প বলেন, “হাঙ্গেরি একপ্রকার আটকে পড়েছে, কারণ বছরের পর বছর ধরে তাদের একটাই পাইপলাইন রয়েছে। চারিদিকে স্থল ঘেরা হাঙ্গেরি, ওদের কোনও সমুদ্র নেই। ওদের পক্ষে তেল পাওয়াটা খুব কঠিন। আমি সেটা বুঝি। ওরা ইতিমধ্যেই তেল কেনা প্রায় বন্ধ করে দিয়েছে। ৩৮ শতাংশ তেল কিনেছে, আর কিনবে না।”

এর আগে, গত বুধবারও মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছিলেন যে প্রধানমন্ত্রী মোদী তাঁকে আশ্বস্ত করেছেন ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনবে না। ধীরে ধীরে তেল কেনা বন্ধ করে দেবে। যদিও ভারত জানিয়েছে, ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর ফোনে কোনও কথাই হয়নি।