AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi-Donald Trump: প্রধানমন্ত্রী মোদী নাকি আশ্বাস দিয়েছেন ভারত আর রাশিয়ার কাছ থেকে তেল কিনবে না! দাবি ট্রাম্পের

India-US Relation: মোদীকে 'বন্ধু' বলে মার্কিন বলেন যে শক্তি নিয়ে নীতিগত তফাত, বিরোধ থাকলেও, প্রধানমন্ত্রী মোদী তাঁর খুব কাছের বন্ধু। তিনি বলেন যে ক্রমাগত কূটনৈতিক চাপ সৃষ্টি করছেন, তাতেই প্রধানমন্ত্রী মোদী এই আশ্বাস দিয়েছেন। এবার চিনের উপরও একই চাপ সৃষ্টি করা হবে।

PM Modi-Donald Trump: প্রধানমন্ত্রী মোদী নাকি আশ্বাস দিয়েছেন ভারত আর রাশিয়ার কাছ থেকে তেল কিনবে না! দাবি ট্রাম্পের
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Oct 16, 2025 | 6:57 AM
Share

ওয়াশিংটন: ভারত নাকি আর রাশিয়ার কাছ থেকে তেল কিনবে না, দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)। বুধবার (১৫ অক্টোবর) মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) তাঁকে আশ্বাস দিয়েছেন যে নয়া দিল্লি রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে দেবে। ইউক্রেনের যুদ্ধে রাশিয়াকে একঘরে করতে এটা বিরাট পদক্ষেপ বলেও দাবি করেছেন ট্রাম্প।

ভারত-আমেরিকার সম্পর্কের অবনতির কারণ মার্কিন প্রেসিডেন্টের জোর করে চাপানো শুল্ক। ভারতের উপরে শুল্ক ৫০ শতাংশ থেকে ১০০ শতাংশ করে দিয়েছেন ট্রাম্প। এর পিছনে যুক্তি দিয়েছেন যে ইউক্রেন যুদ্ধে যেখানে সকলে রাশিয়ার বিরোধিতা করেছে, সেখানেই ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনছে। ভারত এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছিল। তাও সিদ্ধান্ত বদল করেননি ট্রাম্প।

বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন যে রাশিয়ার কাছ থেকে ভারতের ক্রুড তেল কেনা নিয়ে আমেরিকার উদ্বেগের কথা তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে জানিয়েছেন। ওয়াশিংটন মনে করে, এই অর্থ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধে টাকা ঢালতে সাহায্য করছে।

ট্রাম্প বলেন, “ভারতের রাশিয়ার কাছ থেকে তেল কেনায় আমি খুশি ছিলাম না। ওঁ (প্রধানমন্ত্রী মোদী) আজ আমায় আশ্বাস দিয়েছেন যে তারা আর রাশিয়ার কাছ থেকে তেল কিনবেন না। এটা বড় পদক্ষেপ। এবার আমরা চিনকেও একই কাজ করাব।

যদিও ভারত সরকারের তরফে এই বিষয়ে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি। 

মোদীকে ‘বন্ধু’ বলে মার্কিন বলেন যে শক্তি নিয়ে নীতিগত তফাত, বিরোধ থাকলেও, প্রধানমন্ত্রী মোদী তাঁর খুব কাছের বন্ধু। তিনি বলেন যে ক্রমাগত কূটনৈতিক চাপ সৃষ্টি করছেন, তাতেই প্রধানমন্ত্রী মোদী এই আশ্বাস দিয়েছেন। এবার চিনের উপরও একই চাপ সৃষ্টি করা হবে। গত সপ্তাহে মধ্য প্রাচ্যে তিনি যা করেছেন (ইজরায়েল-হামাসের শান্তিচুক্তি), তার তুলনায় চিনের উপরে চাপ সৃষ্টি করা সহজ বলেই উল্লেখ করেন ট্রাম্প।

গত সপ্তাহেই ভারতে আমেরিকার রাষ্ট্রদূত সার্গিও গোর এসেছিলেন এবং প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করেন। এই আলাপচারিতা নিয়েও ট্রাম্প বলেন, “মোদী একজন অসাধারণ মানুষ। ওঁ (সার্গিও গোর) আমায় বলেছে যে ওঁ মোদীকে ভালবাসে। আমি ভারতকে বহু বছর ধরে দেখছি। অসাধারণ দেশ এবং প্রতি বছর এক একজন নতুন নেতা পাওয়া যায়। আমার বন্ধু (মোদী) দীর্ঘ সময় ধরে ক্ষমতায় রয়েছে। ওঁ আমায় আশ্বাস দিয়েছে যে রাশিয়া থেকে আর তেল কিনবে না ভারত।”