AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi: ‘বন্ধু’ ট্রাম্পকে ফোনে অভিনন্দন প্রধানমন্ত্রী মোদীর, গুরুত্বপূর্ণ বৈঠক থামিয়ে কথা বললেন নেতানিয়াহু

PM Modi-US President Donald Trump: দুই বছর ধরে চলা এই সংঘাতে ইতি টানতে তিনি যে শান্তি চুক্তির পরিকল্পনা করেছেন, তার সাফল্যের জন্য ট্রাম্পকে অভিনন্দনও জানালেন প্রধানমন্ত্রী মোদী। শুধু ট্রাম্প নন, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গেও ফোনে কথা হয় প্রধানমন্ত্রী মোদীর।

PM Narendra Modi: 'বন্ধু' ট্রাম্পকে ফোনে অভিনন্দন প্রধানমন্ত্রী মোদীর, গুরুত্বপূর্ণ বৈঠক থামিয়ে কথা বললেন নেতানিয়াহু
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Oct 10, 2025 | 6:39 AM
Share

নয়া দিল্লি: গাজা শান্তিচুক্তিতে ইজরায়েল-হামাস সম্মতি জানানোর পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প(Donald Trump)-কে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। দুই বছর ধরে চলা এই সংঘাতে ইতি টানতে তিনি যে শান্তি চুক্তির (Gaza Peace Deal) পরিকল্পনা করেছেন, তার সাফল্যের জন্য ট্রাম্পকে অভিনন্দনও জানালেন প্রধানমন্ত্রী মোদী। শুধু ট্রাম্প নন, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)-র সঙ্গেও ফোনে কথা হয় প্রধানমন্ত্রী মোদীর।

বৃহস্পতিবার হামাস ও ইজরায়েলের শান্তি চুক্তিতে সম্মত হওয়ার কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই এক্স হ্য়ান্ডেলে পোস্ট করে অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। এরপরে সন্ধ্যায় প্রধানমন্ত্রী নিজেই জানান যে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তাঁর কথা হয়েছে। শুল্ক যুদ্ধের জন্য বন্ধ থাকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার বিষয়টিও নয়া দিল্লি ও ওয়াশিংটন পর্যালোচনা করছে বলে তিনি জানান।

ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন প্রেসিডেন্টের অফিশিয়াল হ্যান্ডেলকে ট্যাগ করে প্রধানমন্ত্রী মোদী পোস্ট করে লেখেন, “আমার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা হয়েছে। গাজা শান্তি চুক্তির জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছি। বাণিজ্য আলোচনার অগ্রগতি নিয়েও কথা হয়েছে। আগামী সপ্তাহে ফের যোগাযোগ হবে আমাদের।”

এরপরে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকেও ফোন করে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী মোদী। জানা গিয়েছে, সেই সময় মন্ত্রিসভার নিরাপত্তা বৈঠকে ব্যস্ত ছিলেন নেতানিয়াহু। প্রধানমন্ত্রী মোদীর ফোন এসেছে শুনেই তিনি সেই বৈঠক স্থগিত করে দেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। বন্দিদের মুক্তি এবং গাজায় ত্রাণ পৌঁছনোর জন্য যে চুক্তি করেছে ইজরায়েল ও প্যালেস্তাইনের হামাস গোষ্ঠী, তাকে স্বাগত জানান মোদী। সঙ্গে একথাও বলেন যে যেকোনও ধরনে বা রূপে সন্ত্রাসবাদ বিশ্বের কোথাও গ্রহণযোগ্য নয়। নেতানিয়াহুও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ইজরায়েলের পাশে থাকার জন্য। ভারত-ইজরায়েলের বন্ধুত্ব অটুট থাকবে বলেই জানিয়েছেন তিনি।