Mrima Hill and Forest: ভারত মহাসাগরের তীরের দেশে লক্ষ কোটির গুপ্তধন! পাহাড়-জঙ্গল হাতড়াচ্ছে আমেরিকা-চিন
Kenya News: মৃমার গর্ভে থাকা ভান্ডারের মূল্য প্রায় ৬২৪০ কোটি ডলার, ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় প্রায় সাড়ে ৫ লক্ষ কোটি টাকা! এইবার আপনার মনে হচ্ছে, কতটা গুরুত্বপূর্ণ এই খনিজ যে এত দাম? মৃমা পাহাড়ে পাওয়া খনিজের তালিকায় সবচেয়ে দুষ্প্রাপ্য নিওবিয়াম, এই ধাতু শক্তিশালী ইস্পাত তৈরিতে ব্যবহৃত হয়। পরিবেশের ক্ষতি করে না এমন প্রযুক্তিতেও ব্যবহৃত হয় নিওবিয়াম।

ভারত মহাসাগরের কাছের একটা ছোট্ট জায়গা, নাম কোয়ালে কাউন্টি। আর এখানেই প্রায় ৩৯০ একর জায়গা জুড়ে অবস্থিত মৃমা পাহাড়। দেখতে সাধারণ জঙ্গলের মতো হলেও এই এলাকার উপর এখন নজর গোটা বিশ্বের। তাবড় তাবড় রাষ্ট্রনায়করা ভাবছেন কীভাবে হাতে আনবেন এই এলাকাকে! তবে কী এমন হল যে এতদিন লোকচক্ষুর অন্তরালে থাকা সামান্য এক পাহাড় হয়ে উঠল মহামূল্যবান? কেনিয়ার কোস্ট প্রদেশে মোম্বাসার কাছে ঘন অরণ্যে পরিবেষ্টিত একটা পাহাড়। আশপাশে কিছু জনবসতির বাস, তবে আধুনিক প্রযুক্তি এখনও পৌঁছয়নি এই এলাকায়। তবে এই পাহাড় ও বনানীই এখন চিন-আমেরিকার প্রবল আগ্রহের জায়গা। ক্রমবর্ধমান স্থানীয় উত্তেজনার কারণও এই প্রকৃতিই, কিন্তু কেন? কারণ জানলে আপনি অবাক হয়ে যাবেন। এই সম্পদ কুক্ষিগত করার...
