YouTube: হু-বিরোধী স্বাস্থ্য সংক্রান্ত ভিডিয়ো মুছে দেওয়া হবে, সতর্কতা জারি করল ইউটিউব

Medical Video: রসুন ক্যান্সার নিরাময় করে' বা 'রেডিয়েশন থেরাপির পরিবর্তে ভিটামিন সি গ্রহণ করুন'-এর মতো সম্প্রচারিত ভিডিয়োগুলি ইউটিউব প্ল্যাটফর্ম থেকে মুছে দেওয়া হবে।

YouTube: হু-বিরোধী স্বাস্থ্য সংক্রান্ত ভিডিয়ো মুছে দেওয়া হবে, সতর্কতা জারি করল ইউটিউব
প্রতীকী ছবি।Image Credit source: ANI
Follow Us:
| Edited By: | Updated on: Aug 16, 2023 | 10:18 PM

নয়া দিল্লি: বর্তমানে বিভিন্ন ধরনের ভিডিয়ো সম্প্রচারের অন্যতম প্ল্যাটফর্ম হল ইউটিউব (YouTube)। সংবাদ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, গান, সিনেমা, ভ্রমণ, রান্না, জ্যোতিষী, স্বাস্থ্য-সহ বিভিন্ন বিষয়ে ভিডিয়ো-সম্বলিত বিস্তারিত তথ্য পাওয়া যায় ইউটিউবে। বিশিষ্ট শিক্ষক, চিকিৎসক, জ্যোতিষ, শেফ যেমন ভিডিয়ো আপলোড করেন, তেমনই সাধারণ মানুষ থেকে শুরু করে পড়ুয়া বা স্বল্পশিক্ষিত এমনকি হাতুড়ে চিকিৎসকও নানান ভিডিয়ো আপলোড করেন বলে অভিযোগ। সেই সমস্ত ভিডিয়ো দেখে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েন বা ভুল পথে চালিত হন। বিশেষত, স্বাস্থ্য সম্পর্কিত ভুল ভিডিয়োর ফলে অনেকেই সমস্যায় পড়েন। তাই এবার এই বিষয়ে পদক্ষেপ করতে চলেছে ইউটিউব কর্তৃপক্ষ। স্বাস্থ্য সম্পর্কিত ভুল ভিডিয়ো (Medical Video) পোস্ট হলেই সেগুলি মুছে দেওয়া হবে।

সাধারণ মানুষ যাতে বিভ্রান্ত না হয়, সেজন্যই স্বাস্থ্য সম্পর্কিত ভুল ভিডিয়ো মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ। মূলত, স্বাস্থ্য সম্পর্কিত যে ভিডিয়োগুলি স্থানীয় স্বাস্থ্য আধিকারিক না বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মতের বিরোধিতা করছে, সেগুলি মুছে দেওয়া হবে। স্বাধীনতা দিবসে, ১৫ অগস্ট এব্যাপারে সতর্কতা দিয়ে একটি ব্লগপোস্টও করেছে ইউটিউব কর্তৃপক্ষ। সেই ব্লগপোস্টে জানানো হয়েছে, “আজ থেকে শুরু করে এবং আগামী সপ্তাহগুলিতে ক্ষতিকারক বা অকার্যকর বলে প্রমাণিত এবং ক্যান্সারের চিকিৎসার প্রচার করে বা দর্শকদের চিকিৎসার জন্য নিরুৎসাহিত করে, এমন ভিডিয়ো আমরা সরিয়ে দেব।”

ইউটিউবের ডিরেক্টর ও গ্লোবাল হেড অফ হেলথ কেয়ার অ্যান্ড পাবলিক হেলথ পার্টনারশিপ, গার্থ গ্রাহাম এবং কোম্পানির ভিপি এবং গ্লোবাল হেড অফ ট্রাস্ট অ্যান্ড সেফটি, ম্যাট হ্যালপ্রিন জানান, ভুল তথ্য সম্বলিত ভিডিয়ো মূলত তিনটি ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে। প্রথমত, ভুল তথ্য প্রতিরোধ- নির্দিষ্ট কোনও স্বাস্থ্যের অবস্থা, ভ্যাকসিনের প্রতুলতা বা নিরাপত্তা সম্পর্কিত কোনও ভিডিয়ো সম্প্রচারিত হলে এবং সেগুলি স্বাস্থ্য আধিকারিকদের মতামতের বিরোধী হলে মুছে ফেলা হবে। দ্বিতীয়ত- চিকিৎসায় ভুল তথ্য- চিকিৎসা সংক্রান্ত কোনও তথ্য যদি স্বাস্থ্য আধিকারিকদের মতের বিরোধী হয়, তাহলে সেই ভিডিয়ো মুছে দেওয়া হবে। তৃতীয়ত- ভুল তথ্য অস্বীকার- কোভিড-১৯ -এর মতো বিশেষ কোনও অসুখ নিয়ে ভিডিয়োতে তথ্য অসম্পূর্ণ থাকলে সেটা মুছে দেওয়া হবে।

এছাড়া ক্যান্সার সংক্রান্ত ভিডিয়োর উপর বিশেষ নজরদারি করবে ইউটিউব কর্তৃপক্ষ। এব্যাপারে ব্লগপোস্টে জানানো হয়েছে, ‘রসুন ক্যান্সার নিরাময় করে’ বা ‘রেডিয়েশন থেরাপির পরিবর্তে ভিটামিন সি গ্রহণ করুন’-এর মতো সম্প্রচারিত ভিডিয়োগুলি ইউটিউব প্ল্যাটফর্ম থেকে মুছে দেওয়া হবে। ব্লগপোস্টে বলা হয়েছে, এই নীতিগুলি নির্দিষ্ট স্বাস্থ্যের অবস্থা, চিকিৎসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। ‘দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির’ অংশ হিসাবে এগুলি WHO-র স্বাস্থ্যনীতির বিরোধিতা করে বলে ব্লগপোস্টে জানানো হয়েছে।