AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ব্যান করুন কফি উইদ করণ, নেটিজেনের দাবি

Tv9 বাংলা ডিজিটাল: ২০১৬ সালে পরিচালক Madhur Bhandarkar ঘোষণা করে দেন নামজাদা সব বলিউড স্টারের স্ত্রীদের নিয়ে ছবি বানাতে চলেছেন। ছবির নাম ‘বলিউড ওয়াইভস’। অন্যদিকে করণ জোহরের Karan Johar নেটফ্লিক্সে আনতে চলেছেন নতুন ওয়েব সিরিজ ‘Fabulous Lives of Bollywood Wives’। ব্যস শুরু এ নিয়ে দ্বন্দ। আরও পড়ুন: করণ করলেন ‘বউ চুরি’, অভিযোগ পরিচালক মধুর ভান্ডরকারের SSRians […]

ব্যান করুন কফি উইদ করণ, নেটিজেনের দাবি
পিটিশনে চলছে সাক্ষর, ‘ব্যান কফি উইদ করণ’
| Updated on: Nov 25, 2020 | 9:22 AM
Share

Tv9 বাংলা ডিজিটাল: ২০১৬ সালে পরিচালক Madhur Bhandarkar ঘোষণা করে দেন নামজাদা সব বলিউড স্টারের স্ত্রীদের নিয়ে ছবি বানাতে চলেছেন। ছবির নাম ‘বলিউড ওয়াইভস’। অন্যদিকে করণ জোহরের Karan Johar নেটফ্লিক্সে আনতে চলেছেন নতুন ওয়েব সিরিজ ‘Fabulous Lives of Bollywood Wives’। ব্যস শুরু এ নিয়ে দ্বন্দ।

আরও পড়ুন: করণ করলেন ‘বউ চুরি’, অভিযোগ পরিচালক মধুর ভান্ডরকারের

মধুর করলেন টুইট, অভিযোগ জানালেন IMPPA -য় (দ্য ইন্ডিয়ান মোশন পিকচার্স  প্রোডিউসারস অ্যাসোসিয়েশন)।

তারা প্রোডিউসার্স  গিল্ডের থেকে জানতে পারেন ‘বলিউড ওয়াইভস’ নামে কোনও টাইটেল Dharma Production-এর পক্ষ থেকে এখনও অবধি রেজিস্টার হয়নি।

ইম্পা ধর্মা প্রোডাকশেনর কাছে জানতে চায় কীভাবে রেজিস্টার না হওয়া একটি নাম তারা ব্যবহার করতে পারে ওয়েব সিরিজে।

এমনিতেই গত এক বছর ধরে একের পর এক সমস্যার মুখে পড়ছেন কর্ম জোহর। কখনও সুশান্ত সিং রাজপুতকে এক ঘরে করে দেওয়ার অভিযোগ তো কখনও নেপোটিজমের জালে জড়িয়েছেন করণ।

আবার কখনও বলিউডে ‘ড্রাগ’ প্রসঙ্গেও উঠে এসেছে তাঁর নাম।  আর এখন তাঁর নতুন ওয়েব সিরিজের টাইটেল চুরির অভিযোগ। মধুর ভান্ডারকার বলছেন করণকে টাইটেল ব্যবহার করার অনুমতি তিনি দেননি, তা সত্ত্বেও তিনি ‘বলিউড ওয়াইভস’ নামটিকে রেখেছেন। করণ জোহরকে নিয়ে সোশ্যাল মিডিয়া এখন উত্তাল। নেটিজেনের একাংশ করণের Coffee with Karan শোটিকে বয়কট করছেন। ‘ব্যান কফি উইদ করণ’ নামে এক পিটিশন তৈরি করেছে নেটিজেন। তাতে সই চলছে।

‘Fabulous Lives of Bollywood Wives’- হলিউডি সিরিজ ‘Keeping up with Kardashians’এর দেশি ভার্সান। বলিউড স্টারদের স্ত্রীদের ব্যক্তিগত জীবন সম্পর্কিত এক ওয়েব সিরিজ। তাতে রয়েছেন, সঞ্জয় কাপুরের স্ত্রী মহীপ কাপুর, অভিনেতা চাঙ্কি পান্ডের স্ত্রী ভাবনা পান্ডে, অভিনেতা সোহেল খানের স্ত্রী সীমা খান এবং অভিনেতা সমীর সোনির স্ত্রী নীলম কোঠারি। ওয়েব সিরিজের ট্রেলারের একাংশে শাহুরুখ খান এবং তাঁর স্ত্রী গৌরী খানকেও দেখা যাচ্ছে।