ঈশিতা মালভিয়া – সার্ফিংয়ের মহাসমুদ্রে দেশি হিরে, চেনেন তাঁকে? রইল ফোটো অ্যালবাম

TV9 বাংলা ডিজিটাল : আক্ষরিক অর্থে জলই তাঁর জীবন। গত ১৩ বছর ধরে জলের সঙ্গেই তাঁর সহবাস। ভারতের প্রথম মহিলা সার্ফার হিসেবে ইতিহাস রচনা করেছেন তিনি-ঈশিতা মালভিয়া। ২০১৪ সাল পর্যন্ত তিনিই ছিলেন ‘রক্সি সার্ফওয়্যার’-এর প্রতিনিধিত্বকারী প্রথম মহিলা সার্ফার।

| Edited By: | Updated on: Nov 27, 2020 | 7:21 AM
 ভারতের প্রথম মহিলা সার্ফার (Surfer) হিসেবে ইতিহাস রচনা করেছেন ঈশিতা মালভিয়া (Ishita Malvia)

ভারতের প্রথম মহিলা সার্ফার (Surfer) হিসেবে ইতিহাস রচনা করেছেন ঈশিতা মালভিয়া (Ishita Malvia)

1 / 10
গত ১৩ বছর ধরে জলের সঙ্গেই তাঁর সহবাস।

গত ১৩ বছর ধরে জলের সঙ্গেই তাঁর সহবাস।

2 / 10
২০০৭ সালে প্রথম এক জার্মান বন্ধুর সাহচর্যে সার্ফিং-এর ভূত সওয়ার হয় মুম্বইয়ের (Mumbai) সাধারণ পরিবারে বড় হয়ে ওঠা ঈশিতার

২০০৭ সালে প্রথম এক জার্মান বন্ধুর সাহচর্যে সার্ফিং-এর ভূত সওয়ার হয় মুম্বইয়ের (Mumbai) সাধারণ পরিবারে বড় হয়ে ওঠা ঈশিতার

3 / 10
গ্রাম্য পরিবেশে, খুব সাধারণ পরিবারে বড় হয়ে ওঠা ঈশিতা আজ 'লরেন হিল' (Lawren Hil)-এর লেখা 'সি সার্ফ' ( Sea Surf) বইয়ের পাতায়।

গ্রাম্য পরিবেশে, খুব সাধারণ পরিবারে বড় হয়ে ওঠা ঈশিতা আজ 'লরেন হিল' (Lawren Hil)-এর লেখা 'সি সার্ফ' ( Sea Surf) বইয়ের পাতায়।

4 / 10
২০১৪ সাল পর্যন্ত তিনিই ছিলেন 'রক্সি সার্ফওয়্যার' (Roxy Surfwear)-এর প্রতিনিধিত্বকারী প্রথম মহিলা সার্ফার।

২০১৪ সাল পর্যন্ত তিনিই ছিলেন 'রক্সি সার্ফওয়্যার' (Roxy Surfwear)-এর প্রতিনিধিত্বকারী প্রথম মহিলা সার্ফার।

5 / 10
সার্ফিং (Surfing) দুনিয়ায় ঈশিতা মালভিয়া আজ এক জনপ্রিয় নাম। দেশ ছেড়ে দেশান্তরেও তাঁর খ্যাতি ছড়িয়েছে।

সার্ফিং (Surfing) দুনিয়ায় ঈশিতা মালভিয়া আজ এক জনপ্রিয় নাম। দেশ ছেড়ে দেশান্তরেও তাঁর খ্যাতি ছড়িয়েছে।

6 / 10
সাংবাদিকতা ( Journalism) নিয়ে স্নাতক স্তরেব পড়াশোনা করতে-করতেই বন্ধু তুষারের সঙ্গে মিলে তৈরি করেন 'শাকা সার্ফ ক্লাব'।

সাংবাদিকতা ( Journalism) নিয়ে স্নাতক স্তরেব পড়াশোনা করতে-করতেই বন্ধু তুষারের সঙ্গে মিলে তৈরি করেন 'শাকা সার্ফ ক্লাব'।

7 / 10
দেশ ছেড়ে দেশান্তরেও খ্যাতি ছড়িয়েছে ঈশিতার

দেশ ছেড়ে দেশান্তরেও খ্যাতি ছড়িয়েছে ঈশিতার

8 / 10
ঈশিতার এই জলযাত্রা থামেনি আর কোনওদিনই।

ঈশিতার এই জলযাত্রা থামেনি আর কোনওদিনই।

9 / 10
মুম্বই তথা ভারত পেরিয়ে তিনি ভেসে গেছেন তাঁর স্বপ্নের সাগরে। (ছবি সৌজন্যে- ঈশিতা মালভিয়ার ইন্সটাগ্রাম)

মুম্বই তথা ভারত পেরিয়ে তিনি ভেসে গেছেন তাঁর স্বপ্নের সাগরে। (ছবি সৌজন্যে- ঈশিতা মালভিয়ার ইন্সটাগ্রাম)

10 / 10
Follow Us: