Laapataa Ladies: ইনস্টায় এখনই ১০ মিলিয়ন ফলোয়ার, ‘ফুলে’র আসল বয়স জানেন?

Laapataa Ladies: ভারতে এই মুহূর্তে নেটফ্লিক্সে এক নম্বরে স্ট্রিম করছে 'লাপাতা লেডিজ' ছবিটি। কিরণ রাও পরিচালিত এই ছবির প্রতিটি ফ্রেম থেকেই চোখ ফেরানো দায়।

| Updated on: Apr 29, 2024 | 9:01 PM
ভারতে এই মুহূর্তে নেটফ্লিক্সে এক নম্বরে স্ট্রিম করছে 'লাপাতা লেডিজ' ছবিটি। কিরণ রাও পরিচালিত এই ছবির প্রতিটি ফ্রেম থেকেই চোখ ফেরানো দায়।

ভারতে এই মুহূর্তে নেটফ্লিক্সে এক নম্বরে স্ট্রিম করছে 'লাপাতা লেডিজ' ছবিটি। কিরণ রাও পরিচালিত এই ছবির প্রতিটি ফ্রেম থেকেই চোখ ফেরানো দায়।

1 / 8
ছবিতে সব অভিনেতাই ভাল। তবে এরই মধ্যে সবচেয়ে নজর যিনি কেড়ে নিয়েছেন তিনি ফুল, এক মিষ্টি মেয়ে। যার 'লাপাতা' অর্থাৎ নিখোঁজ হয়ে যাওয়া নিয়েই গল্পের শুরু।

ছবিতে সব অভিনেতাই ভাল। তবে এরই মধ্যে সবচেয়ে নজর যিনি কেড়ে নিয়েছেন তিনি ফুল, এক মিষ্টি মেয়ে। যার 'লাপাতা' অর্থাৎ নিখোঁজ হয়ে যাওয়া নিয়েই গল্পের শুরু।

2 / 8
চেনেন এই ফুলকে? জানেন তাঁর আসল বয়স? কী করেন তিনি? কীভাবে হয় রোজগার? এসব শুনলে তাজ্জব হয়ে যাবেন আপনি। ছবি দেখানো হয়েছে ফুলের বয়স মাত্র ১৮ বছর।

চেনেন এই ফুলকে? জানেন তাঁর আসল বয়স? কী করেন তিনি? কীভাবে হয় রোজগার? এসব শুনলে তাজ্জব হয়ে যাবেন আপনি। ছবি দেখানো হয়েছে ফুলের বয়স মাত্র ১৮ বছর।

3 / 8
বাস্তবেও কিন্তু খুব একটা বড় নন তিনি। মানে এখনও প্রাপ্তবয়স্কও হননি ফুল। তাঁর আসল নাম নিতাংশী গোয়েল। তিনি জন্মেছেন ২০০৭ সালে। এই মুহূর্তে তাঁর বয়স মোটে ১৬ বছর।

বাস্তবেও কিন্তু খুব একটা বড় নন তিনি। মানে এখনও প্রাপ্তবয়স্কও হননি ফুল। তাঁর আসল নাম নিতাংশী গোয়েল। তিনি জন্মেছেন ২০০৭ সালে। এই মুহূর্তে তাঁর বয়স মোটে ১৬ বছর।

4 / 8
তবে সামাজিক মাধ্যমে ভীষণই সক্রিয় এই ফুল। ইতিমধ্যেই তাঁর অনুরাগী ১০.২ মিলিয়ন। তাঁর জন্ম নয়ডায়। লকডাউনের সময় কনটেন্ট বানানো শুরু করেন তিনি।

তবে সামাজিক মাধ্যমে ভীষণই সক্রিয় এই ফুল। ইতিমধ্যেই তাঁর অনুরাগী ১০.২ মিলিয়ন। তাঁর জন্ম নয়ডায়। লকডাউনের সময় কনটেন্ট বানানো শুরু করেন তিনি।

5 / 8
সেখান থেকেই মেলে জনপ্রিয়তা। তবে 'লাপাতা লেডিজ'-এ সুযোগ পাওয়া মোটেও সহজ ছিল না। রীতিমতো অডিশন দিতে হয় তাঁকে।

সেখান থেকেই মেলে জনপ্রিয়তা। তবে 'লাপাতা লেডিজ'-এ সুযোগ পাওয়া মোটেও সহজ ছিল না। রীতিমতো অডিশন দিতে হয় তাঁকে।

6 / 8
অডিশনে এতটা ভাল পারফর্ম করেন যে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে হয়ে যান সিলেক্ট। সুযোগ পান কিরণ ও আমিরের সঙ্গে বসে লাঞ্চ করারও। কিরণও পেয়ে যান তাঁর ফুলকে।

অডিশনে এতটা ভাল পারফর্ম করেন যে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে হয়ে যান সিলেক্ট। সুযোগ পান কিরণ ও আমিরের সঙ্গে বসে লাঞ্চ করারও। কিরণও পেয়ে যান তাঁর ফুলকে।

7 / 8
আপাতত সামাজিক মাধুমে ট্রেন্ড করছে এই ছোট্ট মেয়ে, আকাশ ছুঁতে চেয়েছিলেন। ছুঁয়ে ফেলেওছেন ইতিমধ্যেই। কতটা উড়তে পারেন এখন সেটাই দেখার।

আপাতত সামাজিক মাধুমে ট্রেন্ড করছে এই ছোট্ট মেয়ে, আকাশ ছুঁতে চেয়েছিলেন। ছুঁয়ে ফেলেওছেন ইতিমধ্যেই। কতটা উড়তে পারেন এখন সেটাই দেখার।

8 / 8
Follow Us:
শাসক বদলের সঙ্গেই কী বদলে গেল বাংলাদেশ?
শাসক বদলের সঙ্গেই কী বদলে গেল বাংলাদেশ?
দুর্গাপুজো মাতিয়েছে পুজোয় পালস, সঙ্গী পালস ক্যান্ডি
দুর্গাপুজো মাতিয়েছে পুজোয় পালস, সঙ্গী পালস ক্যান্ডি
বাংলাদেশ ইস্যুতে দলের শীর্ষ নেতৃত্বকে কী বার্তা দিলেন রুদ্রনীল ঘোষ?
বাংলাদেশ ইস্যুতে দলের শীর্ষ নেতৃত্বকে কী বার্তা দিলেন রুদ্রনীল ঘোষ?
ভারত থেকে জন্ম নেওয়া এমন বাংলাদেশ আমরা চাই না―বলছে মায়াপুর
ভারত থেকে জন্ম নেওয়া এমন বাংলাদেশ আমরা চাই না―বলছে মায়াপুর
ভারতে বাংলাদেশি অনুপ্রবেশ ঘটলে কার উপর দায় বর্তায়? বুঝিয়ে দিলেন কুণাল
ভারতে বাংলাদেশি অনুপ্রবেশ ঘটলে কার উপর দায় বর্তায়? বুঝিয়ে দিলেন কুণাল
'মন্দির-মসজিদ কোথায়, সব সুপ্রিম কোর্ট বলছে', বিস্ফোরক রবীন
'মন্দির-মসজিদ কোথায়, সব সুপ্রিম কোর্ট বলছে', বিস্ফোরক রবীন
জাল নথি তৈরিতে বারবার কলকাতার নাম, লুকিয়ে কোন রহস্য?
জাল নথি তৈরিতে বারবার কলকাতার নাম, লুকিয়ে কোন রহস্য?
ওয়াকফ সংশোধনীতে এত আপত্তি কেন? কার লাভ, কার ক্ষতি?
ওয়াকফ সংশোধনীতে এত আপত্তি কেন? কার লাভ, কার ক্ষতি?
ব্যাঙ্কে না গিয়েই KYC আপডেট? সাবধান, ওরা কিন্তু ফাঁদ পেতে বসে আছে...
ব্যাঙ্কে না গিয়েই KYC আপডেট? সাবধান, ওরা কিন্তু ফাঁদ পেতে বসে আছে...
বাড়িতে ঢুকে তুলে নিয়ে যাচ্ছে মহিলাদের, ধরাধামেই 'নরক দর্শন' এই দেশে
বাড়িতে ঢুকে তুলে নিয়ে যাচ্ছে মহিলাদের, ধরাধামেই 'নরক দর্শন' এই দেশে