Sandeshkhali: বধ্যভূম সন্দেশখালি, ‘কেঁচো’ খুঁড়তে বেরচ্ছে…, দেখুন ছবি
Sandeshkhali:শেষবেলায় ভোটের বাংলায় সব নজর ঘুরে গেল সন্দেশখালির দিকে। সকাল থেকেই এলাকায় চলছিল তল্লাশি। শোনা যাচ্ছিল অস্ত্রের সন্ধান পেয়েই সন্দেশখালি গিয়েছেন সিবিআই তল্লাশি। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কার্যত যুদ্ধক্ষেত্রের চেহারা নিল শেখ শাহজাহানের গ্রাম। বিকেলে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলে পরিচিত হাফিজুল খাঁ-এর আত্মীয় আবু তালেব মোল্লার বাড়ি ঘিরে ফেলল এনএসজি কমান্ডো।
Most Read Stories