বাড়িতে ১ টন নাকি ২ টনের AC লাগাবেন? কত বিল আসবে কোন AC-তে?

Air Conditioner: বাজারে ৩ স্টার, ৪ স্টার, ৫ স্টারের এসি পাওয়া যায়। ৩ স্টার এসির তুলনায় ৫ স্টার এসি লাগালে তুলনামূলকভাবে কম বিল আসে। যদি একটু বাজেট বাড়়াতে পারেন, তবে ৫ স্টার এসি কেনাই শ্রেয়।

| Updated on: Apr 29, 2024 | 2:42 PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

1 / 8
জ্যৈষ্ঠের তীব্র দাবদাহে স্বস্তি পেতে রাস্তাঘাটে আখের রস, ডাবের জলই ভরসা। কিন্তু, এই পানীয়গুলির মধ্যে কোনটি স্বাস্থ্যকর, তা নিয়ে অনেকেই সন্দিহান। এর জবাব পেতে হলে দুটি পানীয়ের কার্যকারিতা জানা জরুরি

জ্যৈষ্ঠের তীব্র দাবদাহে স্বস্তি পেতে রাস্তাঘাটে আখের রস, ডাবের জলই ভরসা। কিন্তু, এই পানীয়গুলির মধ্যে কোনটি স্বাস্থ্যকর, তা নিয়ে অনেকেই সন্দিহান। এর জবাব পেতে হলে দুটি পানীয়ের কার্যকারিতা জানা জরুরি

2 / 8
শুধু ব্রান্ড দেখলেই চলবে না। আপনার ঘরে আয়তন কত, তার উপরে নির্ভর করে ঘরে কেমন এসি লাগাতে হবে। ইচ্ছা মতো বা বাজেট অনুযায়ী এসি কিনলে চলবে না। এতে বরং আপনারই লস হবে। 

শুধু ব্রান্ড দেখলেই চলবে না। আপনার ঘরে আয়তন কত, তার উপরে নির্ভর করে ঘরে কেমন এসি লাগাতে হবে। ইচ্ছা মতো বা বাজেট অনুযায়ী এসি কিনলে চলবে না। এতে বরং আপনারই লস হবে। 

3 / 8
সাধারণত বাড়িতে লাগানোর জন্য তিন ধরনের এসি হয়। ১ টন, ১.৫ টন ও ২ টন। এবার আপনার ঘরের আয়তন কত, তার উপরে নির্ভর করছে কত টনের এসি লাগাবেন। 

সাধারণত বাড়িতে লাগানোর জন্য তিন ধরনের এসি হয়। ১ টন, ১.৫ টন ও ২ টন। এবার আপনার ঘরের আয়তন কত, তার উপরে নির্ভর করছে কত টনের এসি লাগাবেন। 

4 / 8
যেমন ধরুন, আপনার ঘরের আয়তন ১২ বাই ১৩ ফিট, তাহলে এই ঘরে ১ টনের এসিই যথেষ্ট। যে ঘরে ৩ জন থাকেন, সেই ঘরে ১ টনের এসি লাগানোই শ্রেয়।

যেমন ধরুন, আপনার ঘরের আয়তন ১২ বাই ১৩ ফিট, তাহলে এই ঘরে ১ টনের এসিই যথেষ্ট। যে ঘরে ৩ জন থাকেন, সেই ঘরে ১ টনের এসি লাগানোই শ্রেয়।

5 / 8
যদি এর থেকে বড় ঘর হয় বা ১৫০ স্কোয়ারফিটের বেশি ঘর হয়, তবে সেই ঘরে ১.৫ টন এসি লাগানো উচিত। এক্ষেত্রে ৪ জন বা সর্বাধিক ৫ জন থাকতে পারেন ঘরে। 

যদি এর থেকে বড় ঘর হয় বা ১৫০ স্কোয়ারফিটের বেশি ঘর হয়, তবে সেই ঘরে ১.৫ টন এসি লাগানো উচিত। এক্ষেত্রে ৪ জন বা সর্বাধিক ৫ জন থাকতে পারেন ঘরে। 

6 / 8
যদি আরও বড় ঘরের আকার হয়, তবে ২ টনের এসি প্রয়োজন। তবে সাধারণত ১ বা ১.৫ টনের এসিই ব্যবহার হয়। ২ টনের এসি লাগানো হয় না। যদি কারোর বিশালাকার ডাইনিং হল থাকে, তবে ২ টনের এসি লাগানো যেতে পারে।

যদি আরও বড় ঘরের আকার হয়, তবে ২ টনের এসি প্রয়োজন। তবে সাধারণত ১ বা ১.৫ টনের এসিই ব্যবহার হয়। ২ টনের এসি লাগানো হয় না। যদি কারোর বিশালাকার ডাইনিং হল থাকে, তবে ২ টনের এসি লাগানো যেতে পারে।

7 / 8
শুধু এসির ওজনই নয়, স্টার মার্কিং-ও নির্ভর করে ভাল এসি বাছার জন্য। বাজারে ৩ স্টার, ৪ স্টার, ৫ স্টারের এসি পাওয়া যায়। ৩ স্টার এসির তুলনায় ৫ স্টার এসি লাগালে তুলনামূলকভাবে কম বিল আসে। যদি একটু বাজেট বাড়়াতে পারেন, তবে ৫ স্টার এসি কেনাই শ্রেয়।

শুধু এসির ওজনই নয়, স্টার মার্কিং-ও নির্ভর করে ভাল এসি বাছার জন্য। বাজারে ৩ স্টার, ৪ স্টার, ৫ স্টারের এসি পাওয়া যায়। ৩ স্টার এসির তুলনায় ৫ স্টার এসি লাগালে তুলনামূলকভাবে কম বিল আসে। যদি একটু বাজেট বাড়়াতে পারেন, তবে ৫ স্টার এসি কেনাই শ্রেয়।

8 / 8
Follow Us:
অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...