WB 10th Class Result 2024 Live Updates: মাধ্যমিকে পাসের হার ৮৬ শতাংশ, মেধাতালিকায় নাম ৫৭ জনের

| Edited By: | Updated on: May 02, 2024 | 4:39 PM

WBBSE Madhyamik Result 2024 Live: পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইট ছাড়াও মাধ্যমিকের ফলাফল জানা যাবে TV9 বাংলার ওয়েবসাইটেও। ২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা দিয়েছিল ৯ লক্ষের বেশি পড়ুয়া।

WB 10th Class Result 2024 Live Updates: মাধ্যমিকে পাসের হার ৮৬ শতাংশ, মেধাতালিকায় নাম ৫৭ জনের
পরীক্ষার্থীদের ভিড় (প্রতীকী ছবি)Image Credit source: TV9 Bangla

জীবনের প্রথম বড় পরীক্ষা। তাই মাধ্যমিকের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা। সকাল ঠিক ৯ টায় মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামাণুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করবেন। আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর ৯ টা ৪৫ মিনিট থেকে পর্ষদের ওয়েবসাইটে দেখা যাবে সেই রেজাল্ট। এছাড়া TV9 বাংলার ওয়েবসাইটেও রেজাল্ট দেখতে পাবে পরীক্ষার্থীরা। এবার পরীক্ষার্থীর সংখ্যা এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯,২৩,০১৩। র মধ্যে ৩,৯৬,২৭৬ জন ছাত্র এবং ৪,৭৯,৮৩৭ জন ছাত্রী ছিল।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 02 May 2024 04:38 PM (IST)

    মাধ্যমিকে নিজের রেজাল্ট জানতে এই লিঙ্কে ক্লিক করুন

  • 02 May 2024 02:31 PM (IST)

    ছবিতে চিনে নিন সাম্যপ্রিয়, অরুণিমা, সোমদত্তাদের

    কোচবিহার রামঘোলা স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন এবছর মাধ্যমিকে প্রথম। তার প্রাপ্ত নম্বর ৬৯৩। ১ থেকে ১০-এর মধ্য়ে রয়েছে মোট ৫৭ জন।

    মাধ্যমিকের ফলাফলে আজ এরাই ‘তারা’, ছবিতে চিনে নিন সাম্যপ্রিয়, অরুণিমা, সোমদত্তাদের

    Madhyamik result merit list gallery

    মাধ্যমিকের মেধাতালিকায় কারা

  • 02 May 2024 01:25 PM (IST)

    কোন লোকসভা কেন্দ্র টেক্কা দিল মাধ্যমিকে

    সাত দফায় ভোট হচ্ছে রাজ্য়ে। কোন দফায় কোন কেন্দ্রে ভোট, সেই তথ্য আগেই প্রকাশ্যে এসেছে। তবে মাধ্যমিকের ফলের নিরিখে, কে পিছিয়ে পড়ল জেনে নিন।

    বিস্তারিত পড়ুন: ভোট শেষ হওয়ার আগেই ফল, কোন কেন্দ্র টেক্কা দিল মাধ্যমিকে

    WBBSE Madhyamik 10th Class Result 2024: ভোট শেষ হওয়ার আগেই ফল, কোন কেন্দ্র টেক্কা দিল মাধ্যমিকে

  • 02 May 2024 11:16 AM (IST)

    সফল পরীক্ষার্থীদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী

    ফল প্রকাশের পরই উত্তীর্ণ পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু।

  • 02 May 2024 10:39 AM (IST)

    মাধ্যমিকে প্রথম চন্দ্রচূড়ের কথাতেই মুগ্ধ গোটা বাংলা

    কেবল মেধাবী নয়, চন্দ্রচূড় অত্যন্ত সুবক্তা। তার বলা প্রত্যেক কথা অত্যন্ত মন নিয়ে শুনতে ইচ্ছা হবে। প্রত্যেকটা শব্দ ভাবাতে বাধ্য করবে। সকাল থেকেই চন্দ্রচূড়ের বাড়িতে ছিল একটা উৎকন্ঠা। প্রথম দশে যে ছেলে থাকবেই, তা নিশ্চিত ছিল, কিন্তু উৎকন্ঠা ছিল স্থান নিয়েই।

    বিস্তারিত পড়ুন: ‘কৌতুহল তোমাকে শেখাবে’, কেবল মেধায় নয়, মাধ্যমিকে প্রথম চন্দ্রচূড়ের কথাতেই মুগ্ধ গোটা বাংলা

    মাধ্যমিকে প্রথম চন্দ্রচূড় সেন

  • 02 May 2024 10:03 AM (IST)

    নিজের রেজাল্ট দেখুন এক ক্লিকে

    এবার টিভি ৯ বাংলার ওয়েবসাইট থেকেই দেখা যাবে মাধ্যমিকের রেজাল্ট। এক ক্লিকেই দেখে নিন নিজের রেজাল্ট-

  • 02 May 2024 09:34 AM (IST)

    প্রথম দশে কারা, দেখে নিন পুরো তালিকা

    এ বছরের মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছেন কোচবিহারের রামভোলা হাইস্কুলের চন্দ্রচূড় সেন। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৩। ৯৯ শতাংশ নম্বর পেয়েছেন চন্দ্রচূড়। দেখে নিন প্রথম দশের তালিকা।

    মাধ্যমিকে প্রথম চন্দ্রচূড় সেন, দ্বিতীয় সাম্যপ্রিয় গুরু- এই লিঙ্কে দেখুন তালিকা

    WBBSE Class 10 Result 2024 Topper: মাধ্যমিকে প্রথম চন্দ্রচূড় সেন, দ্বিতীয় সাম্যপ্রিয় গুরু, তৃতীয় স্থানে তিনজন

  • 02 May 2024 09:24 AM (IST)

    মাধ্যমিকে এবার প্রথম, দ্বিতীয়, তৃতীয় কারা

    প্রথম হয়েছে কোচবিহারের রামঘোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। প্রাপ্ত নম্বর ৬৯৩।

    দ্বিতীয় হয়েছে পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র সাম্যপ্রিয় গুরু। প্রাপ্ত নম্বর ৬৯২।

    তৃতীয় স্থান পেয়েছে তিনজন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাই স্কুলের ছাত্র উদয়ন প্রসাদ।  বীরভূমের নিউ ইন্টিগ্রেটেড গভ স্কুলের ছাত্রী পুস্পিতা বাসুরি ও দক্ষিণ ২৪ পরগনা নরেন্দ্রপুর রামকৃষ্ণের ছাত্র নৈরিত পাল। প্রাপ্ত নম্বর ৬৯১।

  • 02 May 2024 09:23 AM (IST)

    ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ১ লক্ষ ১৮ হাজার ৪১১

    ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ১ লক্ষ ১৮ হাজার ৪১১ জন, AA পেয়েছে ৯ হাজার ৯৬১ জন, A+ পেয়েছে ২৪ হাজার ৬৪৩ জন, A পেয়েছে ৮৩ হাজার ৮০৭ জন।

  • 02 May 2024 09:19 AM (IST)

    মাধ্যমিকের প্রথম দশে রয়েছে ৫৭ জন

    পর্ষদ সভাপতি রামাণুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এবার মাধ্যমিকে প্রথম দশে রয়েছে ৫৭ জনের নাম। দক্ষিণ ২৪ পরগনার ৮ জন, দক্ষিণ দিনাজপুরের ৭ জন, পূর্ব বর্ধমানের ৭ জন, পূর্ব মেদিনীপুরের ৭ জন, বাঁকুড়ার ৪ জন, বীরভূমের ৩ জন, উত্তর ২৪ পরগনার ২ জন, হাওড়ার ১ জন, মালদহের ৪ জন, পশ্চিম মেদিনীপুরের ৪ জন, কোচবিহারের ২ জন, হুগলি থেকে ২ জন, নদিয়ার ২ জন, হাওড়ার ১ জন, ঝাড়গ্রামের ১ জন, কলকাতার ১ জন, পুরুলিয়ার ১ জন, উত্তর দিনাজপুরের ১ জন।

  • 02 May 2024 09:14 AM (IST)

    মাধ্যমিক নিয়ে এই তথ্যগুলি প্রকাশ করল পর্ষদ

    এবার মাধ্যমিকে মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ছিল বেশি।

    পাশের হার ৮৬.৩১ শতাংশ।

    পাশের হারে এগিয়ে কালিম্পং। তারপরে রয়েছে পূর্ব মেদিনীপুর। তৃতীয় কলকাতা ও চতুর্থ পশ্চিম মেদিনীপুর।

    ৪৬ জনের পরীক্ষা বাতিল করা হয়েছে। ২ জন পরীক্ষার্থীর ফলাফল প্রকাশ করা হয়নি।

  • 02 May 2024 09:05 AM (IST)

    মাধ্যমিকে পাশ ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন

    ৮০ দিনের মাথায় ফলপ্রকাশ হচ্ছে।

    এবার মাধ্যমিকে পাশ করেছে ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন।

    ৫১ হাজার ৮৩৮ জন এক্সামিনার ছিলেন।

    প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ছিল।

  • 02 May 2024 09:03 AM (IST)

    প্রকাশিত হচ্ছে ২০২৪-এর মাধ্যমিকের ফল

    সাংবাদিকদের মুখোমুখি মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামাণুজ গঙ্গোপাধ্যায়। ২০২৪-এর মাধ্যমিকের ফল ঘোষণা করছেন তিনি।

  • 02 May 2024 08:35 AM (IST)

    এক ক্লিকে জানুন নিজের রেজাল্ট

    সকাল ৯টা ৪৫ মিনিট থেকে পর্ষদের ওয়েবসাইটের পাশাপাশি TV9 বাংলার ওয়েবসাইট থেকেও জানা যাবে ফলাফল। কীভাবে দেখবেন, জেনে নিন-

    কিছুক্ষণের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ, এই লিঙ্কে ক্লিক করে দেখুন নিজের রেজাল্ট

    Madhyamik Results: কিছুক্ষণের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ, এই লিঙ্কে ক্লিক করে দেখুন নিজের রেজাল্ট

  • 02 May 2024 08:09 AM (IST)

    মাধ্যমিকের ফলাফল জানতে কোন অ্যাপ ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে

    শুধুমাত্র ওয়েবসাইট নয়, হাতে মার্কশিট পাওয়ার আগে অ্যাপ থেকেও ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। পর্ষদের তরফ থেকে প্রকাশ করা হয়েছে অ্যাপগুলির নাম। আজই সেগুলি ডাউনলোড করে নিতে পারেন মোবাইল ফোনে। বৃহস্পতিবার সকাল ৯ টা ৪৫ মিনিট থেকে সেই অ্যাপগুলিতে দেখা যাবে ফলাফল। পর্ষদ থেকে প্রকাশিত নোটিসে তিনটি অ্যাপের নাম লেখা হয়েছে- Madhyamik Results 2024, Fastresult ও https://iresults.net/wbbse-app। প্লেস্টোর থেকেই এগুলি ডাউনলোড করা যাবে।

  • 02 May 2024 08:07 AM (IST)

    এক ক্লিকেই আপনার মাধ্যমিকের রেজাল্ট, দেখুন TV9 বাংলার ওয়েবসাইটে

    ৯.৪৫ মিনিট থেকে TV9 বাংলার ওয়েবসাইটে নিজের রোল নম্বর দিয়ে রেজাল্ট দেখতে পারবেন মাধ্যমিক পরীক্ষার্থীরা। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের ওয়েবসাইট থেকেও মাধ্যমিক পরীক্ষার্থীরা নিজেদের রেজাল্ট দেখতে পারবেন।

Published On - May 02,2024 8:00 AM

Follow Us: