কিষাণজীর মৃত্যুবার্ষিকীর আগে পুরুলিয়ায় মাওবাদী পোস্টার, উদ্বেগ বাড়িয়ে জঙ্গলমহল ছাড়ল ১৪ কোম্পানি সিআরপিএফ

TV9 বাংলা ডিজিটাল: মাওবাদী নেতা কিষেণজীর নবম মৃত্যুবার্ষিকীর ৩ দিন আগে জঙ্গলমহল থেকে সরে গেল সিআরপিএফের (CRPF) ২টি ব্যাটালিয়ন। ইতিমধ্যেই পুরুলিয়া (Purulia) ও ঝাড়গ্রাম থেকে ২টি স্পেশ্যাল ট্রেনে বাহিনী ছত্তীশগড়ের উদ্দেশে রওনা দিয়েছে। উল্লেখ্য, পুরুলিয়ার অযোধ্যা সংলগ্ন এলাকা, বাঘমুণ্ডি, পাথরবাঁধ-সহ পশ্চিম মেদিনীপুরের ভীমপুর এলাকা ৫০ নম্বর ব্যাটেলিয়নের ৬ টি কোম্পানির পৃথক শিবির ছিল। অমিত শাহের […]

কিষাণজীর মৃত্যুবার্ষিকীর আগে পুরুলিয়ায় মাওবাদী পোস্টার, উদ্বেগ বাড়িয়ে জঙ্গলমহল ছাড়ল ১৪ কোম্পানি সিআরপিএফ
কিষাণজীর মৃত্যুবার্ষিকীর আগে পুরুলিয়ায় মাওবাদী পোস্টার, উদ্বেগ বাড়িয়ে জঙ্গলমহল ছাড়ল ১৪ কোম্পানি সিআরপিএফ
Follow Us:
| Updated on: Nov 22, 2020 | 10:38 AM

TV9 বাংলা ডিজিটাল: মাওবাদী নেতা কিষেণজীর নবম মৃত্যুবার্ষিকীর ৩ দিন আগে জঙ্গলমহল থেকে সরে গেল সিআরপিএফের (CRPF) ২টি ব্যাটালিয়ন। ইতিমধ্যেই পুরুলিয়া (Purulia) ও ঝাড়গ্রাম থেকে ২টি স্পেশ্যাল ট্রেনে বাহিনী ছত্তীশগড়ের উদ্দেশে রওনা দিয়েছে।

উল্লেখ্য, পুরুলিয়ার অযোধ্যা সংলগ্ন এলাকা, বাঘমুণ্ডি, পাথরবাঁধ-সহ পশ্চিম মেদিনীপুরের ভীমপুর এলাকা ৫০ নম্বর ব্যাটেলিয়নের ৬ টি কোম্পানির পৃথক শিবির ছিল। অমিত শাহের বাঁকুড়া সফরের দিনে জঙ্গলমহল থেকে সিআরপিএফের ৫০ এবং ১৬৫ নম্বর ব্যাটালিয়ানকে ছত্রিসগড়ে পাঠানোর নির্দেশ আসে।

এদিকে, শুক্রবারই পুরুলিয়ার কোটশিমা শ্যামপুর মোড় এলাকা থেকে মাওবাদীদের কিছু হাতে লেখা পোস্টার উদ্ধার করে পুলিস। তাতে লাল কালিতে বাংলায় লেখা “রাজ্য সরকার হুঁশিয়ার। কিষেণজীর বদলা চাই। পুলিশ দল হুঁশিয়ার। নেতা দল হুঁশিয়ার। সিপিআই (মাওবাদী)”।

আরও পড়ুন: মানুষে শিয়ালে লড়াই! পঞ্চম শ্রেণির দিশার সাহসে হতবাক বালুরঘাট!

এই পোস্টারের জেরেই কিছুটা চিন্তিত স্থানীয় প্রশাসন। পুরুলিয়াকে ঘিরেই রয়েছে ঝাড়খণ্ড, আর তা একাধিক মাওবাদী হামলার সাক্ষী। কেন্দ্রীয় বাহিনী তুলে নেওয়ায় উদ্বেগ বেড়েছে এলাকাবাসীর। ২৪ নভেম্বর মাওবাদীরা ‘শহিদ সপ্তাহ’পালন করেন। এই দিনেই যৌথবাহিনীর গুলিতে বুড়িশোল জঙ্গলে মৃত্যু হয় কিষাণজীর।