Share Market News: পড়ল রেলের একাধিক শেয়ার, আপনার কি বিনিয়োগ ছিল এই সংস্থাগুলোয়?
Railway Share Price: আগেই পড়ে গিয়েছিল রেলের বেশ কিছু শেয়ারের দাম। তারপর আজ পড়ল টেক্সম্যাকো, জুপিটার ওয়াগন ও টিটাগড় রেল সিস্টেমের শেয়ারের দাম।

আজ ৩ ফেব্রুয়ারি। গত পরশু অর্থাৎ ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাজেটের পরের কাজের দিন কেমন থাকে বাজার সেদিকেই নজর ছিল বাজার বিশেষজ্ঞদের। যদিও বাজার খোলার পরই খানিকটা পড়ে যায় নিফটি ফিফটি। আগেই পড়ে গিয়েছিল রেলের বেশ কিছু শেয়ারের দাম। তারপর আজ পড়ল টেক্সম্যাকো, জুপিটার ওয়াগন ও টিটাগড় রেল সিস্টেমের শেয়ারের দাম। অন্যদিকে, চোলামণ্ডলম ইনভেস্টমেন্টসের তৃতীয় ত্রৈমাসিকের লভ্যাংশ যা অনুমান করা হয়েছিল তার তুলনায় বেশ কিছুটা বেশি হওয়ায় আজ লাফিয়ে বেড়েছে সংস্থার শেয়ারের দাম। এ ছাড়াও আজ আপার সার্কিট হিট করেছে কামাত হোটেল ইন্ডিয়ার শেয়ারের দামও।
আজ বাড়ল যারা:
আজ সর্বোচ্চ ২০% বেড়ে আপার সার্কিট ছুঁয়ে ফেলল কামাত হোটেলস। এ ছাড়াও আজ বেড়েছে হিন্দুস্থান মিডিয়া ভেঞ্চারস, অ্যালাইড ডিজিটাল সার্ভিসেস, নন্দানি ক্রিয়েশন, ক্যাপিটাল ট্রাস্ট।
আজ পড়ল যারা:
আজ সর্বোচ্চ ১৮.৬৩ শতাংশ পড়ল সোনম লিমিটেড। এ ছাড়াও পড়েছে ডিভগি টর্ক ট্রান্সফার, স্টোভ ক্রাফট, পিত্তি ইঞ্জিনিয়ারিং, অ্যাগ্রো ফসের শেয়ারের দাম।
বাজারের টুকরো খবর:
- আজ ডিভিডেন্ড দিল জিই শিপিং। শেয়ার প্রতি ৮ টাকা ১০ পয়সা ডিভিডেন্ড দিল তারা।
- শেয়ার প্রতি ৫ টাকা ডিভিডেন্ড দিল গোদরেজ কনজিউমার।
- আজ ত্রৈমাসিক ফলাফল প্রকাশ হয়েছে বেশ কিছু সংস্থার। যার মধ্যে বোম্বে ডায়িং, এইচএফসিএল, টাটা কেমিক্যাল, ক্যাস্ট্রোল ইন্ডিয়া, লিঙ্ক, পাওয়ার গ্রিড কর্পোরেশন, আদিত্য বিড়লা ক্যাপিটাল, টিউব ইনভেস্টমেন্ট, গার্ডেন রিচ, বার্বিকিউ নেশন উল্লেখযোগ্য।
*৩ ফেব্রুয়ারি বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।





