Stock Market News: ৩ সপ্তাহে ৩৫ লক্ষ কোটি টাকা আয়, চড়চড়িয়ে বাড়ছে বিনিয়োগকারীদের লাভের অঙ্ক!
Bombay Stock Exchange: বোম্বে স্টক এক্সচেঞ্জের তথ্য বলছে, মার্চের ২৪ তারিখ পর্যন্ত বিনিয়োগকারীদের সম্পদ বৃদ্ধি হয়েছে ৩৫ লক্ষ কোটি টাকার বেশি। আর এই সময়ের মধ্যে সেনসেক্স বেড়েছে প্রায় ৪,৫০০ পয়েন্ট।

সেপ্টেম্বরের পর থেকে ভারতের শেয়ার বাজারে ক্রমাগত পতন দেখা গিয়েছিল। কিন্তু মার্চের প্রথম ৩ সপ্তাহে দেখা গিয়েছে, ঘুরে দাঁড়িয়েছে ভারতের বাজার। বোম্বে স্টক এক্সচেঞ্জের তথ্য বলছে, মার্চের ২৪ তারিখ পর্যন্ত বিনিয়োগকারীদের সম্পদ বৃদ্ধি হয়েছে ৩৫ লক্ষ কোটি টাকার বেশি। আর এই সময়ের মধ্যে সেনসেক্স বেড়েছে প্রায় ৪,৫০০ পয়েন্ট। বর্তমানে ভারতের এই বেঞ্চমার্ক সূচক ৭৮,০০০-এর ঘরে ঢোকার অপেক্ষায় রয়েছে।
সেপ্টেম্বরের রেকর্ড হাই ছোঁয়ার পর হুড়মুড়িয়ে পড়েছিল ভারতের বাজার। একসঙ্গে পড়েছিল সমস্ত সূচকই। আর তারপর মার্চ মাসেই শুধুমাত্র ৭.৬ শতাংশ বেড়েছে সেনসেক্স। ভারতের বাজারের এই বৃদ্ধির পিছনে একটা বড় কারণ অবশ্যই হল ইউএস ডলারের তুলনায় ক্রমশ শক্তিশালী হচ্ছে ভারতীয় মুদ্রা। এ ছাড়াও ট্রাম্পের ট্যারিফ যুদ্ধের মধ্যেও কমেছে বিদেশি বিনিয়োগকারীদের ইক্যুইটি বিক্রি। ফলে সেদিকেও আশার আলো দেখছে ভারতের বাজার।
সেনসেক্স ছাড়াও দেশের অন্যান্য সূচকেও এই বৃদ্ধি দেখা গিয়েছে। ভারতের বাজারের একাধিক সূচকই মার্চ মাসে বেড়েছে হুড়মুড়িয়ে। নিফটি ৫০ বেড়েছে ৭ শতাংশের কাছাকাছি। বর্তমানে ২৩ হাজার ছাড়িয়ে গিয়েছে ভারতের এই বেঞ্চমার্ক সূচক। নিফটি মিডক্যাপ সূচক বেড়েছে ১০ শতাংশের কাছে। ১২ শতাংশের কাছাকাছি বেড়েছে নিফটি স্মলক্যাপ সূচক।
এসবের মধ্যেই মার্চে ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ছুঁয়ে ফেলেছে একাধিক সংস্থা। এর মধ্যে রয়েছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, বাজাজ ফাইন্যান্স, আইসিআইসিআই ব্যাঙ্ক ও জেএসডব্লিউ স্টিলের মতো বড় বড় সংস্থাও। তবে মার্চের এই উত্থান গোটা বছরই বজায় থাকবে কি না, তা অবশ্য সময়ই বলবে।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।





