AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Stock Market: কে বলেছে ডুবছে শেয়ার মার্কেট! ৪ দিনেই প্রায় ৫০ কোটির মূল্য বাড়িয়ে ফেলল ৫ সংস্থা

Stock Market: হোলি উপলক্ষে শুক্রবার শেয়ার বাজার বন্ধ ছিল। ফলে এই সপ্তাহে মোট ৪ দিন খোলা ছিল শেয়ার বাজার। এই পাঁচদিনেই বিশাল ক্ষতির মুখ দেখেছে ৫টি সংস্থা। তালিকায় রয়েছে ইনফোসিস, টাটা কনসালটেন্সি সার্ভিসেস, হিন্দুস্তান ইউনিলিভার, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই) এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।

Stock Market: কে বলেছে ডুবছে শেয়ার মার্কেট! ৪ দিনেই প্রায় ৫০ কোটির মূল্য বাড়িয়ে ফেলল ৫ সংস্থা
প্রতীকী ছবি Image Credit: Getty Images
| Updated on: Mar 16, 2025 | 4:08 PM
Share

কলকাতা: ডুবছে তো ডুবছেই, ওঠার নাম নেই! বিগত কয়েক মাস ধরে ভারতীয় শেয়ার বাজারের এই ছবি নিয়ে তীব্র চাপানউতোর গোটা বিশ্বেই। মাথায় হাত বিনিয়োগকারীদের। তথ্য বলছে এই বছর এখনও পর্যন্ত, বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় বাজার থেকে প্রায় ১.৪২ লক্ষ কোটি টাকা তুলে নিয়েছেন। ২০২২ সালের পর এটাই সবথেকে বড় অঙ্ক বলে মনে করা হচ্ছে। তাতেই আরও বেড়েছে চাপ। যার জেরে বড়সড় ক্ষতির মুখে পড়েছে শেয়ার বাজারের একেবারে শীর্ষ তালিকায় থাকা ১০টি কোম্পানি। তবে লাভের মুখ দেখেছে ৫ সংস্থাও। 

বিএসই-র তথ্য বলছে, শেয়ার বাজারে লাগাতার ধসের কারণে সেনসেক্সের মধ্যে থাকা ১০টি কোম্পানির মধ্যে ৫টির বাজার মূল্য সম্মিলিতভাবে ৯৩,৩৫৭.৫২ কোটি টাকা কমেছে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে দুই শীর্ষ টেক সংস্থা। বড় ধাক্কা খেয়েছে ইনফোসিস এবং টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস)। গত সপ্তাহে, ৩০-শেয়ারের বিএসই সেনসেক্স ৫০৩.৬৭ পয়েন্ট কমেছে। একই সময়ে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি ১৫৫.৩ পয়েন্টের ক্ষতির মুখ দেখেছে। 

এদিকে হোলি উপলক্ষে শুক্রবার শেয়ার বাজার বন্ধ ছিল। ফলে এই সপ্তাহে মোট ৪ দিন খোলা ছিল শেয়ার বাজার। এই পাঁচদিনেই বিশাল ক্ষতির মুখ দেখেছে ৫টি সংস্থা। তালিকায় রয়েছে ইনফোসিস, টাটা কনসালটেন্সি সার্ভিসেস, হিন্দুস্তান ইউনিলিভার, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই) এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। অন্যদিকে আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, আইটিসি, বাজাজ ফাইন্যান্স এবং ভারতী এয়ারটেলের বাজার মূল্য বৃদ্ধি পেয়েছে। এই পাঁচটি কোম্পানির বাজার মূল্য সম্মিলিতভাবে ৪৯,৮৩৩.৬২ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে শুধু ইনফোসিসের বাজার মূল্য ৪৪,২২৬.৬২ কোটি টাকা কমে ৬,৫৫,৮২০.৪৮ কোটি টাকায় দাঁড়িয়েছে। টিসিএসের মূল্য ৩৫,৮০০.৯৮ কোটি টাকা কমে ১২,৭০,৭৯৮.৯৭ কোটি টাকায় দাঁড়িয়েছে। শীর্ষ ১০টি কোম্পানির তালিকায় এটি তৃতীয় স্থানে নেমে এসেছে। হিন্দুস্তান ইউনিলিভারের বাজার মূল্য (Market Valuation) ৬,৫৬৭.১১ কোটি টাকা কমে ৫,১১,২৩৫.৮১ কোটি টাকায় দাঁড়িয়েছে। এসবিআই-এর মূল্যায়ন ৪,৪৬২.৩১ কোটি টাকা কমে ৬,৪৯,৪৮৯.২২ কোটি টাকায় দাঁড়িয়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মূল্যায়ন ২,৩০০.৫০ কোটি টাকা কমে ১৬,৮৮,০২৮.২০ কোটি টাকায় দাঁড়িয়েছে। তাতেই মাথায় হাত বিনিয়োগকারীদের।