JIO, Airtel-র পরে রিচার্জের খরচ বাড়াল Vodafone-Idea-ও, জুলাই থেকে কোন প্ল্যানে কত দাম পড়বে?
Vodafone-Idea Recharge Plan: সংস্থার তরফে জানানো হল, তাদের ট্যারিফ ১০ থেকে ২৩ শতাংশ বৃদ্ধি করা হচ্ছে। প্রিপেইড ও পোস্টপেইড- উভয় রিচার্জেরই দাম বাড়ছে। আগামী ৪ জুলাই থেকে এই নতুন দাম কার্যকর হবে।
নয়া দিল্লি: নতুন মাস শুরুর আগেই ধাক্কা। জিও, এয়ারটেলের পর এবার রিচার্জের খরচ বাড়াল ভোডাফোন-আইডিয়াও। সংস্থার তরফে জানানো হল, তাদের ট্যারিফ ১০ থেকে ২৩ শতাংশ বৃদ্ধি করা হচ্ছে। প্রিপেইড ও পোস্টপেইড- উভয় রিচার্জেরই দাম বাড়ছে। আগামী ৪ জুলাই থেকে এই নতুন দাম কার্যকর হবে।
৫জি স্প্রেকটাম নিলামের পরই জল্পনা ছিল, টেলিকম সংস্থাগুলি তাদের ট্যারিফ বৃদ্ধি করতে চলেছে। বিভিন্ন প্ল্যানের খরচ বাড়ানো হবে। আর সেই জল্পনাকে সত্যি করেই চলতি সপ্তাহের বৃহস্পতিবার জিও তাদের ট্যারিফ প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি করে। দেখাদেখি পরেরদিন এয়ারটেল-ও তাদের মোবাইল রিচার্জ প্ল্যানের ট্যারিফ ১০ থেকে ২১ শতাংশ বৃদ্ধি করেছে। এবার সেই পথে হাঁটল ভোডাফোন-আইডিয়াও।
ভোডাফোন-আইডিয়া বিগত দুই বছরে ৫জি প্রযুক্তির জন্য কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে। সেই খরচ তুলতেই ট্যারিফ বৃদ্ধির সিদ্ধান্ত। এমনটাই মত ওয়াকিবহাল মহলের। উল্লেখ্য, তিন বছরে এই প্রথম মোবাইল রিচার্জের ট্যারিফ বৃদ্ধি করল সংস্থা।
ভোডাফোন-আইডিয়ার নতুন ট্যারিফ-
- আগে ২৮ দিনের বৈধতায় ২ জিবি ডেটার ন্যূনতম রিচার্জ প্ল্যান ছিল ১৭৯ টাকার। তা বৃদ্ধি করে ১৯৯ টাকা করা হল।
- ৮৪ দিনের বৈধতায় দৈনিক ১.৫ জিবি ডেটা প্যাকের দাম ৭১৯ টাকা থেকে বাড়িয়ে ৮৫৯ টাকা করা হল।
- এক বছরের যে আনলিমিটেড প্ল্য়ান ছিল ভোডাফোন-আইডিয়ার, তা ২৮৯৯ টাকা থেকে বাড়িয়ে ৩৪৯৯ টাকা করা হল।
- ২৪ জিবি ডেটা লিমিটের এক বছরের প্ল্যানের দামও বাড়িয়ে ১৭৯৯ টাকা করা হয়েছে।
আগামী ৪ জুলাই থেকেই এই নতুন দাম কার্যকর হবে।