TRAI ক’দিন আগেই টেলিকম সংস্থাগুলিকে জনগণের সুবিধার জন্য নতুন ভয়েস কল এবং এসএমএস প্ল্যান চালু করার নির্দেশ দিয়েছিল। টেলিকম সংস্থাগুলি নতুন প্ল্যান চালু করলেও তার দাম কমায়নি। অর্থাৎ, যে দামে প্ল্যানগুলি ডেটা সহ উপলব্ধ ছিল, শুধুমাত্র কলিং এবং এসএমএস সহ প্ল্যানগুলি চালু করে। এর পরেই TRAI বিষয়টি নিয়ে তদন্ত করবে বলেও জানিয়েছিল৷ তবে সেই তদন্তের খবর সামনে আসতেই তড়িঘড়ি দুটি প্ল্যানের দাম কমালো এয়ারটেল। দুটি প্ল্যানের দাম ১১০ টাকা কমিয়েছে সংস্থা।
আগে এই Airtel-এর যে দুটি প্ল্যানের দাম ছিল ৪৯৯ টাকা এবং ১৯৫৯ টাকা, এখন দাম কমানোর পরে, সেই প্ল্যানের দাম হয়েছে ৪৬৯ টাকা এবং ১৮৪৯ টাকা। জানেন এই দুটি প্ল্যানে কী কী সুবিধা রয়েছে।
Airtel-এর ৪৬৯ টাকার প্ল্যান
৪৬৯ টাকার Airtel প্রিপেড প্ল্যানে পাবেন আনলিমিটেড ফ্রি কলিং-এর সুবিধা। ৯০০টি SMS-এর সুবিধা। প্ল্যানটি ৮৪ দিনের জন্য বৈধ। আগের তুলনায় প্ল্যানের দাম কমেছে ৩০ টাকা।
এয়ারটেল ১৮৪৯ টাকার প্ল্যান
১৮৪৯ টাকার এয়ারটেল প্ল্যানটি ৩৬৫ দিনের জন্য বৈধ। রয়েছে আনলিমিটেড ভয়েস কলিং এবং ৩৬০০ এসএমএস এর সুবিধা। আগের তুলনায় প্ল্যানের দাম কমেছে ১১০ টাকা।
এছাড়াও দুটি প্ল্যানেই অতিরিক্ত সুবিধার মধ্যে Apollo 24/7 সার্কেল সদস্যপদ এবং তিন মাসের জন্য বিনামূল্যে Hellotune পাবেন।
কেন দাম কমল?
কেন হঠাৎ এই প্ল্যানগুলির দাম কমিয়েছে তা এয়ারটেল স্পষ্ট করেনি, ক’দিন আগেই ট্রাই এয়ারটেল এবং জিওর চালু করা নতুন প্ল্যানগুলি নিয়ে তদন্ত করার কথা স্পষ্ট করেছিল। TRAI-এর তদন্তের কারণেই এই পরিবর্তন বলে আশঙ্কা। রিলায়েন্স জিওও দাম পরিবর্তন করতে পারে বলে ধারণা। যদিও এই বিষয়ে জিওর পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।