Anil Ambani: আবার বড় ধাক্কা অনিল অম্বানীর, নতুন নোটিস এল সংস্থার হাতে
Anil Ambani: গত ২৮ অক্টোবর কানাড়া ব্যাঙ্ক নোটিস জারি করেছিল বলে জানা গিয়েছে। ২০১৭ সালে ব্যাঙ্কের তরফে সংস্থাটিকে ১০৫০ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছিল। এই ঋণের মধ্যে মেয়াদী ঋণ, গ্যারান্টি এবং লেটার অব ক্রেডিট অন্তর্ভুক্ত ছিল।
নয়া দিল্লি: বারবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও স্বস্তি ফিরছে না অনিল অম্বানীর। একটি সমস্যা কাটিয়ে উঠতে না উঠতেই হাজির আরও একটি সমস্যা। এবার শিল্পপতিকে নোটিস দিল কানাড়া ব্যাঙ্ক। লোন বা ঋণের জন্য বরাদ্দ অ্যাকাউন্ট নিয়ে অভিযোগ উঠল অনিল অম্বানীর বিরুদ্ধে। এর আগে সেবি-র তোপের মুখে পড়তে হয়েছিল অনিল অম্বানীকে। আর এবার ব্যাঙ্কের তোপ।
আসলে অনিলের সংস্থা রিলায়েন্স কমিউনিকেশনকে নিয়েই উঠেছে অভিযোগ। রিলায়েন্স কমিউনিকেশনস এবং তার সহযোগী সংস্থা রিলায়েন্স টেলিকমের লোন অ্যাকাউন্টগুলিকে ‘ফ্রড’ হিসেবে ঘোষণা করে একটি নোটিস জারি করেছে ব্যাঙ্ক। সেখানে লোনের টাকা অপব্যবহারের অভিযোগ উঠেছে।
রিলায়েন্স কমিউনিকেশনসের তরফে কানাড়া ব্যাঙ্কের পাঠানো নোটিসের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রিলায়েন্স কমিউনিকেশনস শুক্রবার একটি এক্সচেঞ্জ ফাইলিংয়ে জানিয়েছে যে কানাড়া ব্যাঙ্ক থেকে একটি চিঠি এসেছে। এর মধ্যে, দুই সংস্থার অ্যাকাউন্টকে ফ্রড হিসেবে উল্লেখ করা হয়েছে।
গত ২৮ অক্টোবর কানাড়া ব্যাঙ্ক নোটিস জারি করেছিল বলে জানা গিয়েছে। ২০১৭ সালে ব্যাঙ্কের তরফে সংস্থাটিকে ১০৫০ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছিল। এই ঋণের মধ্যে মেয়াদী ঋণ, গ্যারান্টি এবং লেটার অব ক্রেডিট অন্তর্ভুক্ত ছিল। রিলায়েন্স কমিউনিকেশন এই ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়। পরে ২০১৭ সালের ৯ মার্চ এটিকে NPA ঘোষণা করা হয়। ব্যাঙ্ক বলছে, কোম্পানিটি শুধু ঋণের টাকা পরিশোধ করতে পারেনি তাই নয়, ঋণ অনুমোদনের শর্তও লঙ্ঘন করেছে।
কানাড়া ব্যাঙ্কের বিজ্ঞপ্তি অনুসারে, RCom, RITL এবং RTL মোট ৩১,৫৮০ কোটি টাকা ঋণ পেয়েছে। এর মধ্যে ১৩,৬৬৭.৭৩ কোটি টাকা ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ শোধ করতে ব্যবহার করা হয়েছে। এছাড়াও, ১২,৬৯২.৩১ কোটি টাকা সংশ্লিষ্ট পক্ষকে অর্থপ্রদানের জন্য ব্যবহার করা হয়েছে। অনুমোদনের সময় দেওয়া নথিতে যে শর্তের উল্লেখ ছিল, সেটা ব্যবহার করা হয়নি বলে অভিযোগ। রিলায়েন্স কমিউনিকেশন এখনও ব্যাঙ্কের এই নোটিসের কোনও জবাব দেয়নি।