Bye Election 2024: গুলি-বোমা-খুনোখুনি, ৫ বছরেও বদলাল না ভাটপাড়ার ছবি

Bye Election 2024: গুলি-বোমা-খুনোখুনি, ৫ বছরেও বদলাল না ভাটপাড়ার ছবি

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Nov 14, 2024 | 7:17 PM

এলাকার অনেকেই বলেন,অর্জুন সিংয়ের শিবির বদলের পর থেকেই শুরু হয় অশান্তি। এলাকার রাজনৈতিক ক্ষমতা কার হাতে থাকবে, তা নিয়ে চলে টক্কর। শুরু হয় বোমা-গুলির লড়াই। খুনোখুনি। 

৪ দিনে বাংলায় ৪ শুটআউট! বেলঘড়িয়া, কোন্ননগর,বনগাঁ, ভাটপাড়া। একের পর এক গুলি,মৃত্যু। নৈহাটিতে ভোট, সেদিনই ভাটপাড়ায় খুন। খুনোখুনির রাজনীতি ফিরল ভাটপাড়ায়। কথায় কথায় চলছে গুলি! ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের যুক্তি, এ তো তৃণমূলের নিজেদের মধ্যে গন্ডগোল। আর শাসক দল, তারা তো খুনে অর্জুন সিংয়েরই ষড়যন্ত্র দেখছে।২০১৯ এর পর পাঁচ বছর পেরিয়ে গেল, ভাটপাড়ার ছবির বদল না। এলাকার অনেকেই বলেন,অর্জুন সিংয়ের শিবির বদলের পর থেকেই শুরু হয় অশান্তি। এলাকার রাজনৈতিক ক্ষমতা কার হাতে থাকবে, তা নিয়ে চলে টক্কর। শুরু হয় বোমা-গুলির লড়াই। খুনোখুনি।
হাতে হাতে বন্দুক, কোথা থেকে আসছে? এত আগ্নেয়াস্ত্র আসছে কোথা থেকে? কমিশানরেট তৈরি হয়েছে,বার বার সিপি বদল হয়েছে, তবু পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না? পেছনে রাজনীতিই মূল কারণ বলছেন বিশেষজ্ঞরা।