Loan Repayment: বাবার করা দেনা কি সন্তানরা মিটিয়ে দিতে বাধ্য থাকেন?
ছবি- প্রতীকী চিত্র

Loan Repayment: বাবার করা দেনা কি সন্তানরা মিটিয়ে দিতে বাধ্য থাকেন?

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Mar 28, 2022 | 8:06 PM

Loan Repayment: অনেকেই এই পরিস্থিতির মধে পড়েন। এখন প্রশ্ন হচ্ছে এই কেউ যদি এই পরিস্থিতিতে পড়েন তবে তিনি কী করবেন? আইন বলছে যাদের সম্পত্তির উত্তরাধিকার রয়েছে, কোনও ব্যক্তির মৃত্যুর পর ঋণ তাঁকেই মেটাতে হবে।

সেই প্রাচীনকাল থেকে ঋণ দেওয়া নেওয়ার প্রচলন রয়েছে। অনেকে এই সময়ে চড়া সুদে টাকা ঋণ দেওয়াকেই ব্যবসা হিসেবে চালু করেছিলেন। কিন্তু এই ব্যবসায় সরকারের সমর্থন না থাকায় এই ধরনের ব্যবসা এখনও বন্ধ হওয়ার মুখে। তাই এখন ঋণ নিতে হলে মোটামুটিভাবে ব্যাঙ্কই ভরসা। এছাড়া বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠান থেকেও ঋণ মেলে। অনেকেই বিভিন্ন কারণে ঋণ নিয়ে থাকেন। কেউ বাড়ি কেনার জন্য, কেউ বা ব্যবসাকে আরও বড় করার জন্য কেউ কেউ আবার ব্যক্তিগত কারণে ঋণ নেন। তবে হ্যাঁ ঋণ নিলে সুদ সহ সময়ে গোটা টাকাটাই মিটিয়ে দিতে হয়। এখন যদি কোনও ব্যক্তি ঋণ নিয়ে তা শোধ করার আগেই মারা যান তবে কী তাঁর সন্তানদের সেই ঋণের বোঝা বইতে হবে?

অনেকেই এই পরিস্থিতির মধে পড়েন। এখন প্রশ্ন হচ্ছে এই কেউ যদি এই পরিস্থিতিতে পড়েন তবে তিনি কী করবেন? আইন বলছে যাদের সম্পত্তির উত্তরাধিকার রয়েছে, কোনও ব্যক্তির মৃত্যুর পর ঋণ তাঁকেই মেটাতে হবে। উত্তরাধিকারী যদি একাধিক হয় তবে সকলেকেই ঋণ মেটানোর দায় নিতে হবে। ব্যক্তির মৃত্যুর পর তাই ব্যাঙ্কের তরফে তাঁর উত্তরাধিকারীদের নামে ঋণে ট্রান্সফারের বিষয়টি জানানো হয়। কেউ যদি সেই সময়ে ঋণ মেটাতে পারেন অথবা তাঁর কাছে যদি টাকা না থাকে তবে ব্যাঙ্কের সঙ্গে কথা বলে বাড়তি কিছুটা সময় চেয়ে নেওয়াটাই প্রয়োজন। এই অবস্থায় আর কী কী করা উচিৎ? জানতে ভিডিয়োটি দেখুন।