AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিনামূল্যে Google Gemini ব্যবহার করছেন? কতক্ষণ চালাতে পারবেন জানেন কি?

Google Gemini For Free: আপনি যদি বিনামূল্যে গুগলের জেমিনাই ব্যবহার করেন, তাহলে এবার থেকে একটা নির্দিষ্ট সংখ্যার বাইরে আপনি এই এআই ব্যবহার করতে পারবেন না। কিন্তু বিনে পয়সায় ঠিক কতটা ব্যোবহার করতে পারবেন গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা?

বিনামূল্যে Google Gemini ব্যবহার করছেন? কতক্ষণ চালাতে পারবেন জানেন কি?
Image Credit: Lorenzo Di Cola/NurPhoto via Getty Images
| Updated on: Sep 10, 2025 | 4:10 PM
Share

কৃত্রিম বুদ্ধিমত্তা আজকের দিনে ঘোর বাস্তব। আর এই কৃত্রিম বুদ্ধিমত্তার যে কোনও মডেল বিনামূল্যে কিছুটা ব্যবহার করা যায়। তারপরের পরিষেবার জন্য লাগে টাকা। যদিও গুগলের জেমিনাই নিয়ে অবশেষে জল্পনার অবসান। গুগল তার লেটেস্ট AI মডেল Gemini 2.5 Pro ব্যবহারের সীমা নির্দিষ্ট করে দিল। এতদিন বিনামূল্যে কতবার বা কতক্ষণ এই পরিষেবা ব্যবহার করা যাবে, তা নিয়ে ধোঁয়াশা ছিল। এবার সেই হিসেবটাই স্পষ্ট করে দিল গুগল।

আপনি যদি বিনামূল্যে গুগলের জেমিনাই ব্যবহার করেন, তাহলে এবার থেকে একটা নির্দিষ্ট সংখ্যার বাইরে আপনি এই এআই ব্যবহার করতে পারবেন না।

গুগল জানিয়েছে মেসেজ করে যে তথ্য পাওয়া যায়, তা দিনে মাত্র ৫টির বেশি করা যাবে না। ছবির ক্ষেত্রে আপাতত এই সংখ্যাটি দিনে ১০০, অর্থাৎ, ১০০টি ছবি তৈরি বা এডিট করতে পারবেন আপনি। মাসে ৫টির বেশি ‘Deep Research’ রিপোর্ট তৈরি করতে পারবেন না আপনি।

অব্যশ্যই যাঁরা পেড প্ল্যান ব্যবহার করেন, তাঁদের জন্য পরিষেবা আরও অনেক বেশি পাওয়া যাবে। Gemini AI Pro গ্রাহকদের জন্য দৈনিক মেসেজের সংখ্যা বেড়ে হয়েছে ১০০টি। এর জন্য ভারতীয় গ্রাহকদের প্রতি মাসে খরচ করতে হবে ১ হাজার ৯৫০ টাকা।

সবচেয়ে দামি প্ল্যান হল AI Ultra। মাসে ২৪ হাজার ৫০০ টাকার বিনিময়ে ব্যবহারকারীরা দিনে ৫০০টি মেসেজ করার ও ২০০টি ‘Deep Research’ রিপোর্ট তৈরির সুযোগ পাবেন।

তুলনার জন্য বলা যায়, প্রতিযোগী সংস্থা OpenAI তাদের GPT-5 মডেলে প্রতি ৫ ঘণ্টায় ১০টি মেসেজ বিনামূল্যে ব্যবহার করতে দেয়। অর্থাৎ, Google-এর বিনামূল্যের পরিষেবা এখনও বেশ কিছুটা সীমাবদ্ধ। তাই পরবর্তী মেসেজ পাঠানোর আগে ব্যবহারকারীদের দু’বার ভাবতে হবে।